আজ শুক্রবার ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

মুজিব বর্ষ নিয়ে ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নঃ সাধারণ জ্ঞান

  • সাধারণ জ্ঞাণ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১২:১০ পূর্বাহ্ণ
  • 278 views
    মুজিব বর্ষ নিয়ে ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
    ১। ‘মুজিব বর্ষ’ কী?
    উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)।
    ২। মুজিব বর্ষের সময়কাল কত?
    উত্তর: ১৭ মার্চ ২০২০—১৭ মার্চ ২০২১।
    ৩। ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন কে?
    উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    ৪। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে?
    উত্তর: ১০ জানুয়ারি ২০২০ থেকে।
    ৫। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তর: তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা।
    ৬। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে?
    উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    ৭। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান/সরকারের কোন বিভাগ?
    উত্তর: সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
    ৮। মুজিব বর্ষ উদ্যাপনে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কী?
    উত্তর: www.mujib100.gov.bd
    ৯। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে?
    উত্তর: সব্যসাচী হাজরা।
    ১০। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন?
    উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ জানুয়ারি ২০২০।
    ১১। মুজিব বর্ষের উদ্বোধন করা হবে কবে?
    উত্তর: ১৭ মার্চ ২০২০ (জাতীয় প্যারেড স্কয়ারে)।
    ১২। ইউনেসকোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
    উত্তর: ৪০তম।
    ১৩। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
    উত্তর: ১ মার্চ।
    ১৪। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে?
    উত্তর: চারটি (একটি স্বর্ণমুদ্রা, একটি স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট)।
    ১৫। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হ্য়ওয়ার কথা ছিল কবে?
    উত্তর: ৫ সেপ্টেম্বর ২০২০।
    ১৬। ‘মুজিব বর্ষে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার?
    উত্তর: নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
    ১৭। ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে?
    উত্তর: ডক্টর অব লজ (মরণোত্তর)।
    ১৮। অমর একুশে বইমেলা ২০২০ কাকে উত্সর্গ করা হয়?
    উত্তর: ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে?
    ১৯। মুজিব শব্দের অর্থ কী?
    উত্তর: উত্তরদাতা।
    ২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
    উত্তর: ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে)।
    ২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে?
    উত্তর: ১৭ মার্চ ১৯২০।
    ২২। ১৭ মার্চ কী দিবস?
    উত্তর: জাতীয় শিশু দিবস।
    ২৩। বঙ্গবন্ধুর পিতার নাম কী?
    উত্তর: শেখ লুৎফর রহমান।
    ২৪। বঙ্গবন্ধুর মাতার নাম কী?
    উত্তর: সায়েরা খাতুন।
    ২৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল?
    উত্তর: খোকা।
    ২৬। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
    উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম রেণু)।
    ২৭। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন?
    উত্তর: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
    ২৮। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাস করেন কোন স্কুল থেকে?
    উত্তর: গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে।
    ২৯। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন?
    উত্তর: কলকাতার ইসলামিয়া কলেজ থেকে।
    ৩০। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে?
    উত্তর: ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে (আইন বিভাগে)।
    ৩১। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন?
    উত্তর: কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে।
    ৩২। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কী?
    উত্তর: মাওলানা আজাদ কলেজ।
    ৩৩। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়?
    উত্তর: ১৯৪৯ সালের এপ্রিল মাসে।
    ৩৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়?
    উত্তর: ১৪ আগস্ট ২০১০।
    ৩৫। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন?
    উত্তর: ১৯৩৯ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়।
    ৩৬। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন?
    উত্তর: ১৯৩৮ সালে (সাত দিন)।
    ৩৭। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন?
    উত্তর: ১১ মার্চ ১৯৪৮ সালে। (রাষ্ট্রভাষা আন্দোলনে)
    ৩৮। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন?
    উত্তর: ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।
    ৩৯। ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন?
    উত্তর: যুগ্ম সাধারণ সম্পাদক।
    ৪০। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন?
    উত্তর: ৯ জুলাই ১৯৫৩ (১৯৫৩-১৯৬৬)।
    ৪১। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন?
    উত্তর: গোপালগঞ্জ।
    ৪২। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান?
    উত্তর: কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন (১৯৫৪ সালের ১৫ মে)।
    ৪৩। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
    উত্তর: ১৯৬৬ সালের ১ মার্চ (ষষ্ঠ কাউন্সিলে)।
    ৪৪। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়?
    উত্তর: ১৯৬৮ সালের ১ জানুয়ারি।
    ৪৫। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী?
    উত্তর: ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য’।
    ৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে?
    উত্তর: ১৯৬৮ সালের ১৯ জুন (ঢাকা সেনানিবাসে)।
    ৪৭। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন?
    উত্তর: ৩৫ জন (বঙ্গবন্ধুসহ)।
    ৪৮। বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন?
    উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি (লাহোরে)।
    ৪৯। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন?
    উত্তর: ১৯৬৬ সালের ২৩ মার্চ ।
    ৫০। বঙ্গবন্ধু কবে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন?
    উত্তর: ১৯৬০ সালে।
    ৫১। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে?
    উত্তর: ১৯৬৪ সালের ১১ মার্চ।
    ৫২। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়?
    উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।
    ৫৩। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে?
    উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ।
    ৫৪। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?
    উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
    ৫৫। বঙ্গবন্ধু কবে ‘বাংলাদেশ’ নামকরণ করেন?
    উত্তর: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।
    ৫৬। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ৬ দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান?
    উত্তর: ১৯৭০ সালের ৭ জুন রেসকোর্স ময়দানের জনসভায়।
    ৫৭। ১৭ অক্টোবর ১৯৭০ বঙ্গবন্ধু তাঁর দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন?
    উত্তর: নৌকা।
    ৫৮। বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়?
    উত্তর: ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।
    ৫৯। কবে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দেন?
    উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ।
    ৬০। কোথায় বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন?
    উত্তর: রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
    ৬১। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন?
    উত্তর: ৭ মার্চের ভাষণে।
    ৬২। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন?
    উত্তর: ৪টি।
    ৬৩। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতো?
    উত্তর: বজ্রকণ্ঠ নামে।
    ৬৪। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে?
    উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে।
    ৬৫। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে?
    উত্তর: ২৬ মার্চ ১৯৭১ (প্রথম প্রহরে)।
    ৬৬। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
    উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    ৬৭। পাকিস্তানের ২৪ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন?
    উত্তর: ১২ বছর।
    ৬৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
    উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    ৬৯। বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় মুজিবুর’ কবিতাটি কে লেখেন?
    উত্তর: অন্নদাশঙ্কর রায়।
    ৭০। ‘বঙ্গবন্ধু’ কবিতাটি কার লেখা?
    উত্তর: জসীমউদ্দীন (১৬ মার্চ ১৯৭১)।
    ৭১। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?
    উত্তর: ৮ জানুয়ারি ১৯৭২।
    ৭২। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন?
    উত্তর: দুটি (ইংল্যান্ড ও ভারত)।
    ৭৩। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান?
    উত্তর: ইংল্যান্ড (লন্ডন)।
    ৭৪। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়?
    উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে (৯ জানুয়ারি ১৯৭২)।
    ৭৫। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন?
    উত্তর: দিল্লি (ভারত)।
    ৭৬। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
    ৭৭। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন?
    উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২ (স্বদেশ প্রত্যাবর্তন দিবস)।
    ৭৮। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন?
    উত্তর: ১৯৭২ সালের ১১ জানুয়ারি।
    ৭৯। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?
    উত্তর: ১২ জানুয়ারি ১৯৭২।
    ৮০। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন?
    উত্তর: ৬ ফেব্রুয়ারি ১৯৭২।
    ৮১। বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত হন?
    উত্তর: ১০ অক্টোবর ১৯৭২ (পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ)।
    ৮২। বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ (৭ মার্চ ১৯৭৩) ঘোষণা করেন?
    উত্তর: ৪ নভেম্বর ১৯৭২।
    ৮৩। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন?
    উত্তর: ১৪ ডিসেম্বর ১৯৭২।
    ৮৪। বঙ্গবন্ধু কবে ‘জোটনিরপেক্ষ আন্দোলন’–এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান?
    উত্তর: ৬ সেপ্টেম্বর ১৯৭৩।
    ৮৫। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন?
    উত্তর: মিয়ানওয়ালি কারাগার।
    ৮৬। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কী?
    উত্তর: অপারেশন ‘বিগবার্ড’।
    ৮৭। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
    উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)।
    ৮৮। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
    উত্তর: ১৩০টি।
    ৮৯। বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে?
    উত্তর: ৩টি (অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন)।
    ৯০। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি?
    উত্তর: অসমাপ্ত আত্মজীবনী (প্রকাশিত হয় জুন ২০১২ সালে)।
    ৯১। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়?
    উত্তর: ১৩টি (সর্বশেষ ইতালীয় ভাষায়, অনুবাদক আন্না কোক্কিয়ারেল্লা)
    ৯২। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি?
    উত্তর: কারাগারের রোজনামচা (প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭)।
    ৯৩। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়েছে?
    উত্তর: ২টি (সর্বশেষ অসমীয়া ভাষা, অনুবাদ সৌমেন ভারতীয়)।
    ৯৪। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কী?
    উত্তর: আমার দেখা নয়াচীন (প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা ২০২০)।
    ৯৫। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কী?
    উত্তর: শেখ মুজিব আমার পিতা।
    ৯৬। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন?
    উত্তর: এবিএম মূসা।
    ৯৭। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়?
    উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট (১৫ আগস্ট জাতীয় শোক দিবস)।
    ৯৮। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে?
    উত্তর: ১২ মার্চ ১৯৯৭।
    ৯৯। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে?
    উত্তর: ২০১০ সালের ২৭ জানুয়ারি।
    ১০০। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে?
    উত্তর: ৬ জনের।

    নিয়োগ পরীক্ষার ফ্রি সাজেশন পেতে এই গ্রুপে জয়েন করুন।

    https://www.facebook.com/groups/780572335479000/

    Post Views: ৪৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    ১-২ মার্ক কমন পাবেন : সাধারণ জ্ঞান

    যে সকল দেশের মূদ্রার নাম “ডলার” সেগুলা মনে রাখার উপায়ঃ টেকনিক... আরো পড়ুন

    টেকনিকে মনে রাখুন সদর দপ্তর । কখনো ভুলবেননা।

    সদর দপ্তর মনে রাখার কৌশল :- ১) যেসব সংস্থার শুরুতে W... আরো পড়ুন

    প্রতিনিয়ত গনিতে ব্যবহৃত কিছু ইংরেজী শব্দের বাংলা অর্থ
    প্রতিনিয়ত গনিতে ব্যবহৃত কিছু ইংরেজী শব্দের বাংলা অর্থ

    প্রতিনিয়ত গনিতে ব্যবহৃত কিছু ইংরেজী শব্দের বাংলা অর্থঃ গনিতে ব্যবহৃত কিছু... আরো পড়ুন

    বাংলাদেশের নাম কীভাবে ‘বাংলাদেশ’ হলো ?

    বাংলাদেশের নাম যেভাবে ‘বাংলাদেশ’ হলো  পড়ুন…. এই দেশের নাম বাংলাদেশ রাখার... আরো পড়ুন

    মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে

    নিয়োগ পরীক্ষায় একবারে পাশ করতে হলে টপিক ধরে ধরে পড়বেন। পড়াটা... আরো পড়ুন

    ইনশাআল্লাহ টপ ১৬০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর : যা বার বার আসে চাকরির পরীক্ষায়

    ১। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!