NTRCA

NTRCA গণবিজ্ঞপ্তির চয়েজ অর্ডার যেভাবে সাজাবেন।

By VMRSADIK

April 16, 2021

গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরেও পছন্দ মত চয়েজ অর্ডার সাজানো যায়।

আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠান অবশ্যই প্রথমে রাখবেন।

যদি কোন কারণে ১ম প্রতিষ্ঠানে চাকরি না হয় তাহলে ২য় তালিকায় এমন প্রতিষ্ঠান রাখবেন যেখানে চাকরি হলেও আপনি খুশি।

এভাবে ৩য় , ৪র্থ , ৫ম…………………….. ২০০শত বা বেশি যে যেমন আবেদন করবেন , সেভাবে সাজিয়ে নিবেন।

অধিকাংশ ক্যান্ডিডেট নিজ জেলা বা উপজেলার প্রতিষ্ঠানকে প্রাধান্য দেয়।

আপনি যদি নিজ জেলা বা উপজেলার প্রতিষ্ঠানে চাকরি করতে চান তাহলে অবশ্যই নিজ জেলা বা উপজেলাকে প্রথমে চয়েজ দিন।

 

বিঃদ্রঃ চয়েজ রিঅর্ডার সাজাতে টাকার প্রয়োজন হয়না। এবং যতবার খুশি সাজানো যায়।

NTRCA ৩য় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ চাই গ্রপে যুক্ত হোন।

https://www.facebook.com/groups/1210936055766137