আজ বুধবার ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
করোনাভাইরাস সংক্রমণে মারা গেলেন স্প্যানিশ রাজকন্যা মারিয়া তেরেসা অব বরবন পারমা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনিই প্রথম রাজকীয় ব্যক্তি। মারিয়া তেরেসা গত ২৬ মার্চ ফ্রান্সের প্যারিসে মারা যান।
ফক্স নিউজ জানিয়েছে, ৮৬ বছর বয়সী মারিয়া তেরেসা সম্পর্কে স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠের বোন (কাজিন)। তাঁর ভাই রাজপুত্র এনরিকে দে বরবন ডিউক অব আরানকুয়েফ এক ফেসবুক পোস্টে জানান, মারিয়া তেরেসা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান। মারিয়ার ভাই লিখেছেন, ‘আমার বোন মারিয়া তেরেসা দে বরবন পারমা ও বরবন বুসেত করোনাভাইরাসের শিকার হয়ে ৮৬ বছর বয়সে প্যারিসে মারা গেছেন।’
কয়েক সপ্তাহ আগে স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠের করোনাভাইরাসের পরীক্ষায় নেতিবাচক ফল আসে। এর ঠিক কয়েক সপ্তাহ পরেই মারিয়ার মৃত্যু হলো।
মারিয়া তেরেসার জন্ম ১৯৩৩ সালের ২৮ জুলাই। তিনি ফ্রান্সে পড়াশোন করেছেন। প্যারিসের সোরবনে এবং মাদ্রিদের কমপ্লুতেন্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগেও অধ্যাপনা করেন। স্পষ্ট মতামত ও সামাজিক আন্দোলনকর্মী হিসেবে তিনি ‘রেড প্রিন্সেস’ নামে পরিচিতি পান।
আমাদের ফেসবুক পেজে লাইক দিন।
https://www.facebook.com/SadikSiriu/
ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য এই পোস্টটি অনেক কার্যকর। ১টি প্যারাগ্রাফ... আরো পড়ুন
চীনের বৃহত্তম করোনা ভাইরাস বিশেষজ্ঞ দাবি করেছেন যে আগামী চার সপ্তাহের... আরো পড়ুন
দেশে বর্তমানে বীরদের তালিকায় পুলিশ প্রথম সারিতে আছে। কেন বীর? পুলিশ... আরো পড়ুন
নিজস্ব ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি- বেসরকারি অফিসে সাধারণ ছুটি... আরো পড়ুন
মানুষ হিসেবে ভবিষ্যতের প্রতি আমাদের রয়েছে অদম্য কৌতূহল। ভবিষ্যতে কী হবে,... আরো পড়ুন
সাধারন জ্ঞাণ থেকে বাছাই করা কিছু প্রশ্ন পড়ে রাখুন কাজে লাগবে।... আরো পড়ুন