আজ সোমবার ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ছন্দে সমাস মনে রাখুন।
সত্যি বলতে সমাস সকল চাকরির পরীক্ষায় আসে। কিন্তু অনেক চাকরি প্রত্যাশীর এটা মনে থাকেনা তাই শর্টটেকনিকটি দিলাম।
#সমাস প্রধানত ৬ প্রকার।
.
১) দ্বন্দ্ব সমাস।
২) দিগু সমাস।
৩) কর্মধারয় সমাস।
৪) বহুব্রীহি সমাস।
৫) অব্যয়ীভাব সমাস।
৬) তৎপুরুষ সমাস।
.
#ছন্দটি মুখস্থ রাখুন>>
ও-এবং-আর মিলে যদি হয় “দ্বন্দ্ব”,
সমাহারে “দ্বিগু” হলে নয় সেটা মন্দ।।
যে-যিনি-যেটি-যে টা- তিনি “কর্মধারায়”,
যে-যার শেষে থাকলে তারে “বহুব্রীহি” কয়।।
অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে “অব্যয়ী” মেলে,
বিভক্তি লোপ পেলে”তৎপুরুষ” তাকে বলে।
-কালেক্টেড
শেয়ার করুন পোস্টটি আপনার বন্ধুদের সাথে।
চাকরীর প্রস্তুতি গ্রুপে যুক্ত হোন।। https://www.facebook.com/groups/780572335479000/
বাংলা সাহিত্যের ১১জন #সাহিত্যিকের সাহিত্যকর্ম ও পরিচিতি (১) #ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ (১৮২০-১৮৯১)... আরো পড়ুন
এই প্রশ্নগুলো থেকে ১-২ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ ১। বাংলাসাহিত্য কত... আরো পড়ুন
এই সমার্থক শব্দগুলো রিপিট হয়। => অগ্নি ➟ অনল, পাবক, আগুন,... আরো পড়ুন
মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ উপন্যাস ★একটি কালো মেয়ের কথা,,,,,,,(তারাশঙ্কর বন্দ্যােপাধ্যায় ★নিষিদ্ধ লোবান,... আরো পড়ুন
★★স্বরসন্ধি কুলটা=কুল + অটা, গবাক্ষ = গো+অক্ষ প্রৌঢ় =প্র+ঊঢ়, অন্যান্য=অন্য+অন্য মার্তণ্ড... আরো পড়ুন
বাংলা বানান শেখার কতিপয় গুরুত্বপূর্ণ নিয়ম ১. দূরত্ব বোঝায় না এরূপ... আরো পড়ুন