আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ব্যক্তিত্ব আর মনুষত্ব হচ্ছে একজন ব্যক্তির প্রথম ও প্রধান আলোচনার বিষয় । কোন মানুষের জন্য যদি আলোচনা করতে হয় তখন কি কি নিয়ে আলাপ করবেন। আচারন,কার্যকলাপ এবং ব্যক্তিগত দিকগুলোই। ভাই আপনি নিজের জন্য যেটা করবেন সেটা জন্য হয় ভদ্র এবং উন্নত এক আলাপ এর বিষয়। এমন কিছু নয় যেটা শুনে মানুষ হাসবে।এছাড়া আপনি নিজেকে বদলাবেন আপনার নিজের জন্যই। আপনার ভালো এবং আপনার উন্নতির জন্যই ।
বদ অভ্যাস হচ্ছে মানুষের জীবনের সবচাইতে খারাপ দিক। এক এক জনের এক এক রকমের বদ অভ্যাস থাকে। কেউ সিগারেট পান করেন , কেউ মদ পান করেন অথবা অনেকেই অনেক রাত করে বাড়িতে ফেরেন।কিছু লোক আছে শুধুমাত্র বলার আর কাজের প্রতি তাদের অনেক অনেক। এটাও এক ধরনের বদ অভ্যাস। এসব ত্যাগ করা হচ্ছে ইচ্ছার ব্যাপার। নিজেকে পরিবর্তনের জন্য এটি সবচাইতে বেশি জরুরি।
আরও জানুন কিভাবে অভ্যাস পরিবর্তন করবেন? জেনে নিন কিছু কাজ অভ্যাসে পরিণত করার পদ্ধতি।
পরিশ্রম হচ্ছে সৌভাগ্যর একমাত্র চাবি। এটা অনেকবার পড়েছেন, যারা আপনার আশেপাশে সাফল্য অর্জন করেছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন তারা কতটা পরিশ্রম করে সফল অর্জন করেছে। অনেক সময় আমরা স্কুলে বলে থাকি যে এই ছাত্র ছাত্রী টি অনেক বেশি মেধাবী কিন্তু আমরা সব সময় তাদের সামনে টি দেখে দেখে , আমরা এটা কখনো দেখি না যে সে কত পরিশ্রম করে এ পর্যায়ে এসেছে সে যতটা মেধাবী হইতে বেশি পরিশ্রম এতে কোন সন্দেহ নেই। পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব নয়। আর আপনি যদি পরিশ্রম হয়ে ওঠেন তাহলে আপনার পক্ষেও সব কিছু করা সম্ভব হবে। সুতরাং দেরি না করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম শুরু করে দিন।এখানে হয়তো আপনি ভাববেন জামি ২ ঘন্টা কাজ করেছি আজকে আমি অনেক বেশি পরিশ্রম করে ফেলেছি , তবে আপনি যদি এটি ভাবেন তাহলে পরিশ্রমের সংজ্ঞাটি শুনে নিনঃপরিশ্রম এতটা করা উচিত যে ওই কাজটি ছেড়ে দেওয়ার পরে আপনি আর অন্য কোন কাজ করার মত শক্তি পাবেন না এটা সে পরিশ্রম।
মানুষের জীবনের ধৈর্য অনেক বেশি গুরুত্ব বহন করে।যে কোনো কিছু পেতে হলে মনের জোর নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় । আগে কিংবা অন্যান্য খারাপ অবস্থায় ও ধৈর্য ধারণ করতে হয় ।তাই আপনি যদি বড় কোন ধরনের ফলাফল পেতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে কারণ ধৈর্য ছাড়া ছাড়া আপনি বড় কোনো কিছু অর্জন করতে পারবেন না। তাই নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরুন।
পোস্টটি শেয়ার করে রেখে দিন।
বলতে গেলে ছোট বেলা থেকেই ব্যবসা শুরু করি। শিক্ষা জীবনের পাশাপাশি... আরো পড়ুন
প্রিন্সেস নয় কিং হবার গল্প শোনালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী... আরো পড়ুন
মো. আল আমিন সরকার। চট্টগ্রাম কলেজের এই ডাবল বিসিএস ক্যাডার হয়েছেন।... আরো পড়ুন
ফাহিমা মাহজাবীন চৌধুরী পড়াশোনা করেছেন নর্থ’সাউথ ইউনিভার্সিটিতে। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে... আরো পড়ুন
ছোটবেলা থেকে খুব দুরন্ত ছিলাম। একাধারে শুধু পড়াশোনা করব আর দুনিয়ার... আরো পড়ুন
স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন একই ব্যাংকে। এবার একসঙ্গে বিসিএস ক্যাডার (পদার্থ... আরো পড়ুন