আজ রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন ছাড়া শিক্ষক হওয়া সম্ভব নয়। তাই শিক্ষক হতে গেলে শিক্ষক নিবন্ধন থাকাটা বাধ্যতামূলক। যেহেতু নিবন্ধন পরীক্ষা ৩৫ বছর বয়স পর্যন্ত দেওয়া যায় তাই এই পরীক্ষায় অনেক ক্যান্ডিডেট আবেদন করে। তবে ১০-২০% এর মত পাস করে। মজার ব্যাপার হচ্ছে কৌশলী হয়ে সাজেশনভিত্তিক ৩০দিন পড়ে নিবন্ধন প্রিলিতে পাস করা সম্ভব।
অনেকেই পড়ার সময় কম পান। তাই আজ ১মাসে কিভাবে নিবন্ধনে পূর্ণাঙ্গ প্রস্ততি নিতে পারেন সেটাই আলোচনা করা হলো।
স্কুল, স্কুল-২ ও কলেজ লেভেল তিনটি সিলেবাস দেখবেন একই। প্রিলি পরীক্ষা হয় ১০০ মার্কের। অধিকাংশ ক্যান্ডিডেট ২টি লেভেলে আবেদন করে থাকে। প্রশ্ন আলাদা হয়। তবে এককেন্দ্রিক প্রস্তুতি নিতে পারেন। চারটি বিষয়ের উপরে পরীক্ষা হবে , বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞাণ। প্রতিটি বিষয়ের উপর ২৫মার্ক বরাদ্দ।
ধরুন আপনি ইংরেজিতে দুর্বল। নিবন্ধনে ইংরেজি অংশ বাদ দিয়ে পড়ুন। তাহলে অন্য তিনটি সাব্জেক্ট মিলিয়ে ৭৫ মার্ক।টেনশন করার কিছু নাই পাশ মার্ক ৪০% । বাংলা ও ইংরেজি সাহিত্য অংশ বাদ দিয়ে পড়ুন। তাহলে পড়া অনেক কমে গেলো।
বাংলা ও ইংরেজি গ্রামার থেকেই বেশি প্রশ্ন হয়। এবার সাধারন জ্ঞাণ পড়ুন। মনে রাখবেন ৭৫ মার্কের মধ্যে আপনাকে ৪০ পেলেই হবে।
সাজেশন: বিগত সালের বিসিএস, নিবন্ধন ও প্রাইমারির প্রশ্ন থেকে ১৫-২৫ মার্কের কমন পাবেন।আর দরকার ১৫-২০ মার্ক।
সময় ৩০দিন। প্রতিদিন রুটিন করে একটি সাজেশনধর্মী বই পড়ুন। আশা করি প্রিলি নিয়ে আর কোন সমস্যা হবেনা।
বিঃদ্রঃ নিবন্ধন প্রস্ততি নিয়ে অন্য চাকরির পরীক্ষায় পাসের আশা করবেননা। অন্য চাকরির পরীক্ষার জন্য এক্সট্রা পড়তে হবে।
NTRCA ১৭তম নিবন্ধন প্রিলির সাজেশন পেতে এই গ্রুপে যুক্ত হোন
https://www.facebook.com/groups/619959278581000/
মোঃ সাদিকুল ইসলাম (সাদিক)
প্রভাষক (ইংরেজি)
#NTRCA কর্তৃক শিক্ষক নিয়োগের জন্য সদ্য সুপারিশ প্রাপ্তদের পরবর্তী করণীয়:- ১.... আরো পড়ুন
১। প্রতিষ্ঠানের প্যাড়ে আবেদন লিখতে হবে। যাতে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির... আরো পড়ুন
কলেজের সাহিত্য প্রশ্ন ।। সাদিক’স ১৮তম শিক্ষক নিবন্ধন সাজেশন স্কুল ও... আরো পড়ুন
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক শিক্ষক পদে নিবন্ধিতদের নিয়োগ সুপারিশ করেছে... আরো পড়ুন
এনটিআরসিএ ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০২০ সালের ২৩ জানুয়ারি ।... আরো পড়ুন