বাংলা ব্যাকরণের সবথেকে ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোওরঃ যা চাকরির পরীক্ষায় বার বার এসেছে
১। ভাষার মূল উপকরণ >> বাক্য
২। ভাষার মূল উপাদান >>> ধ্বনি
৩। ভাষার মৌলিক উপাদান >> শব্দ
৪। বাক্যের ক্ষুদ্রতম একক/ মৌলিক উপাদান>>> শব্দ
৫। শব্দের ক্ষুদ্রতম একক >>>> ধ্বনি
৫ । বাক্যের প্রাণ >>>>>> শব্দ
৬। উপসর্গ পদের আগে বসে , আর প্রত্যয় পদের পরে বসে ।
৭। উপসর্গের অর্থবাচকতা নেই , কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
৮। যে ৪টি উপসর্গ বাংলা , তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে >> আ, সু , নি , বি।
৯। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
১০। বিভক্তিহীন নাম শব্দ বলে >>>>> প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
১১। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে >> পদ ।
১২। ক্রিয়াপদের মূলকে বলে >>>>>>> ধাতু ।
১৩। বাক্যে অপরিহার্য>>>>>>>>>>> ক্রিয়াপদ ।
১৪। সন্ধির সুবিধা > ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।
১৫। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত , ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত
১৬। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই
১৭। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৮ । সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৯ । সমাস ভাষাকে >> সংক্ষেপ করে ।
২০। সমাসের রীতি >> সংস্কৃত থেকে আগত
২১। ব্যাকরণ শব্দটি >> সংস্কৃত থেকে আগত
২২। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ বলে > উপধা ।
২৩। সমন্ধ পদ , তারিখ লিখতে , ঠিকানা লিখতে পদের পর > কমা বসাতে হয়।
২৪। বাক্য প্রধানত কত প্রকার ?
= ৩ প্রকার । সরল , জঠিল বা মিশ্র , যৌগিক । ( নোট : বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয় ; বাক্যের গুণ ৩টি : আকাঙ্ক্ষা , আসত্তি, যোগ্যতা। বিভিন্ন প্রকার দোষ ও বাক্যে রুপান্তর দেখে নিন)
২৫ । যতিচিহ্ন কয়টি ?
= ১২ টি । { বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে বেতালপঞ্চবিংশতি গ্রন্থে । নোট : বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি।} বিভিন্ন যতিচিহ্নের ব্যবহার ও অপরনাম গুলো দেখে নিন)
পোস্টটি শেয়ার দিয়ে রাখুন সুবিধামত পড়ুন।