চাকরির জন্য প্রয়োজনীয় ২০টি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্নোত্তর

প্রশ্নঃ কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়েই পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?উত্তরঃ ১০%
প্রশ্নঃ এক বাক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত ? উত্তরঃ ৩০০০
প্রশ্নঃ একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
উত্তরঃ ৬৪√৩ বর্গমিটার
প্রশ্নঃ দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
উত্তরঃ তিন কোণ
প্রশ্নঃ ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮ টি ৫ টাকার নোটের কত অংশ? ১/২
প্রশ্নঃ .যদি a+b=2,ab=1হয় তবে aএবং b এর মান কত? উত্তরঃ 1,1
প্রশ্নঃ ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
উত্তরঃ ৩৩(১/৩)%
প্রশ্নঃ x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
উত্তরঃ 35
প্রশ্নঃ দুই ব্যাক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যাক্তি দ্বিতীয় ব্যাক্তির তুলনায় দ্বিগুণ কাজ করতে পারেন। দ্বিতীয় ব্যাক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
উত্তরঃ ২৪ দিন
প্রশ্নঃ .নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ?
উত্তরঃ ০.৩
প্রশ্নঃ ৬০ মিটারবিশিষ্ট একিট রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
উত্তরঃ ৯:২১:৩০
প্রশ্নঃ . ৩৬০০ টাকা করে দু’টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে।
উত্তরঃ ৩০০ টাকা
প্রশ্নঃ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
উত্তরঃ ১৬
প্রশ্নঃ এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
উত্তরঃ ১৩১১
প্রশ্নঃ x^2-11x+30 এবংx^3-4x^2-2x-15 . এর গ.সা.গু কত?
উত্তরঃ x-5
প্রশ্নঃ ১ মিটার কত ইঞ্চির সমান
উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি
প্রশ্নঃ বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল x বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?
উত্তরঃ 2x বর্গমিটার
প্রশ্নঃ ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
উত্তরঃ ৪৯৫০
প্রশ্নঃ নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
উত্তরঃ ১২ ঘন্টা
প্রশ্নঃ x^3-x^2 কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে –
উত্তরঃ 4
প্রশ্নঃ একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
উত্তরঃ ১(২/৩)