আজ মঙ্গলবার ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ভাল নাকি ভালো? জেনে নিন সঠিকটা
ভাল—ভাল শব্দটির অর্থ হচ্ছে ললাট, ভাগ্য, কপাল। ভাল শব্দের উচ্চারণ দাঁড়ায়—ভাল্, অর্থাৎ এখানে ‘ল’ বর্ণের সঙ্গে কোনো স্বর যুক্ত হচ্ছে না।
কপাল বা ভাগ্য অর্থে ভাল শব্দটি ব্যবহৃত হবে।
উদাহরণ:
১. সুমনের ভালে কিছুই নেই।
২. এমন ভাল নিয়ে যেন আর কেউ না জন্মায়।
ভালো—ভালো শব্দটির অর্থ হচ্ছে উত্তম, উৎকৃষ্ট, শুভ। ভালো শব্দের উচ্চারণ দাঁড়ায়—ভালো, অর্থাৎ এখানে ‘ভাল’ শব্দের সঙ্গে স্বর যুক্ত হচ্ছে।
উত্তম, উৎকৃষ্ট, শুভ ছাড়াও যে-কোনো ইতিবাচক অর্থে ভালো শব্দটি ব্যবহৃত হবে।
উদাহরণ:
১. সাদিক একজন ভালো লেখক।
২. যারা ভালো লিখতে পারেনা তারাই খারাপ কথা বলে বেড়ায়।
মো: সাদিকুল ইসলাম
প্রভাষক(ইংরেজি)
#বাংলা বানান গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দিচ্ছি। সহজে মনে থাকার মতো করে।... আরো পড়ুন
#বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ ক) ব্যাকরণ অংশে ১৫টি... আরো পড়ুন
1.‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ * মাহবুব উল আলম চৌধুরী... আরো পড়ুন
তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, বিদেশী শব্দগুলো আজীবন মনে রাখার সহজ পদ্ধতিঃ –... আরো পড়ুন
১। ভাষার মূল উপকরণ >> বাক্য ২। ভাষার মূল উপাদান >>>... আরো পড়ুন
ভুল শুদ্ধ বানান মুমূর্ষু, মীমাংসা, মনীষী, সীমা, সীমাহীন, ইদানীং, তদানীং, সমীচীন,... আরো পড়ুন