আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Vocabulary memorizing Technique :
অনেকেই বলেছেন আপনাদের ভোকাবুলারি মনে থাকে না। আসলে Vocabulary মনে রাখার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে নিয়মিত Vocabulary পড়া এবং বাক্য গঠন করা। অনেকেই একটি শব্দ বার বার পড়ে থাকেন এবং এটা দিয়ে কোন বাক্য গঠন করেন না। তাই আপনি Vocabulary পড়েন একদিকে ভুলে যান অন্যদিকে। আপনি যদি নিচের উপায়গুলো অনুসরণ করতে পারেন তাহলে সহজেই Vocabulary মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ ৷
১। পড়ার সময় একটি শব্দ বার বার না পড়ে একসাথে সবগুলো শব্দ পড়বেন অর্থাৎ যে বই থেকে Vocabulary পড়বেন তার সবগুলোই একসাথে পড়বেন। এভাবে টানা তিন মাস প্রতিদিন সবগুলো পড়বেন৷ তিন মাস পরে দেখবেন আপনি Vocabulary’তে দক্ষ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
২। চেষ্টা করবেন প্রতিদিন অন্তত ১০টি নতুন শব্দ দিয়ে বাক্য গঠন করতে।
৩। Vocabulary পড়ার সময় মনে মনে পড়ার চেষ্টা করবেন।
৪। ইংরেজি পত্রিকা ও বিভিন্ন গল্পের বই পড়ার সময় কোন শব্দের অর্থ না পারলে সাথে সাথে Dictionary তে শব্দটার অর্থ দেখে নিবেন এবং খাতায় লিখে রাখবেন৷
যারা Grammar-এ দুর্বল তারা নিচের টপিকস গুলো A passage to English language by Zakir Hossain বা অন্য কোন ভাল গ্রামার বই থেকে পড়ে নিবেন।
১। Sentence সম্পর্কে ভাল করে জানবেন অর্থাৎ Assertive, Interrogative, Imperative, optative এবং Exclamatory sentence সম্পর্কে ভাল করে জানবেন। কোন বাক্যটা Assertive, কোন বাক্যটা Imperative এগুলো জানবেন এবং বিভিন্ন Sentence এর গঠন শিখবেন৷
২। Tense সম্পর্কে অর্থাৎ Present, past ও future tense এর ব্যবহার এবং Auxiliary ও Modal Auxiliary verb এর ব্যবহার সম্পর্কে ভাল করে জানবেন।
৩। Uses of Noun, Pronoun, Adjective, Adverb, verb, preposition এবং Conjunction সম্পর্কে ভাল করে জানবেন।
উপরের টপিকগুলো ভাল করে পড়তে পারলে আপনার ইংরেজির বেসিক খুব মজবুত হবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভ কামনা রইল।
Courtesy: এস.এম. আলাউদ্দিন মাহমুদ
সহকারী জজ /জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
চাকরির ফ্রি সাজেশন পেতে এই লিঙ্কটি ভিজিট করুন
Conditional sentence কি? একটি Conditional sentence এ দু’টি clause থাকে: নির্ভরশীল clause টি... আরো পড়ুন
বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ২২টি Idioms and phrases. . A... আরো পড়ুন
ইংরেজির গৎবাঁধা নিয়ম আর ভোকাবুলারির (শব্দভান্ডার) লম্বা ফর্দের বাংলা অর্থ মুখস্থ... আরো পড়ুন
যেকোনো পরীক্ষার জন্য ২০০টি অতি গুরুত্বপূর্ণ Phrase and Idioms 1) All... আরো পড়ুন
The most important Literacy Terms of English Literature (01)#Alliteration (অনুপ্রাস): ★The... আরো পড়ুন
ডিম আর আপেল পাশাপাশি রাখুন, দেখবেন বেগুন হয়ে গেছে। Egg :... আরো পড়ুন