আজ বুধবার ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিসিএস প্রিলির সিলেবাস বিশ্লেষণ – কি কি পড়বেন? কিভাবে পড়বেন? কোথা থেকে পড়বেন? পর্বঃ১
বিসিএস প্রিলিতে কি কি পড়বেন? কিভাবে প্রস্তুতি নিবেন? ৩৫তম বিসিএস থেকে উল্লেখিত সিলেবাসে কি কি বিষয় আছে, ডিটেইল সিলেবাস বিশ্লেষণ, প্রয়োজনীয় বোর্ড বইয়ের লিংক, টপিক ভিত্তিক কয়েকটি অনলাইন লেকচার ওয়েব ও পিডিএফ লিংক, দেওয়া আছে এই নোটে। লেখাটি সম্পূর্ণ পড়বেন। নিচে শুধু বিষয়ভিত্তিক বই নয় সাথে দেওয়া আছে কোন বিষয়ে কি কি পড়বেন।
প্রতি বিষয়ের বইয়ের তালিকার সাথে দেওয়া আছে পূর্ণাঙ্গ গাইডলাইন।
লেখাটি আগেই লিখেছিলাম, শুধুমাত্র বিষয়ভিত্তিক সিলেবাস বিশ্লেষণ এবং কয়েকটি প্রয়োজনীয় লিংক এতে সংযুক্ত হয়েছে।
বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বা যোগ্যতা অর্জনের জন্য প্রাক-বাছাই পরীক্ষা বা বিসিএস প্রিলিমিনারীতে অংশগ্রহণ করতে হয়। এইটা বিসিএস পরীক্ষার সবচেয়ে কঠিনতম ধাপ [আমার মনে হয়]। ২০০ টি অবজেকটিভ দাগাতে হবে ১২০ মিনিটে বা ২ ঘন্টায়।
৩৫তম বিসিএস এ বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসছে।
এর মধ্যে ১০০ নম্বরের ১ ঘণ্টার পরিবর্তে ২০০ নম্বরের ২ ঘন্টার পরীক্ষা প্রবর্তন করা হয়েছে। বিসিএস প্রিলিতে ২০০ নম্বরের পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন করা হবে তা লক্ষ্য করুন নিচের ইমেইজে।
বিসিএস প্রিলিতে বিপিএসসির প্রদত্ত বিষয়ভিত্তিক মানবন্টনঃ
তবে নতুন সিলেবাস হলেও বিষয়ভিত্তিক এই প্রশ্নগুলো আগেও ছিল তবে এতটা স্পষ্ট করে উল্লেখ ছিল না। এখন উল্লেখ আছে। পার্থক্য এইটাই। সবার উচিত হবে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা।
কথা অনেক হলো আর দেরি না করে আসুন আমরা চলে যাই সরাসরি সিলেবাস বিশ্লেষণেঃ
বাংলা ভাষা ও সাহিত্য – ৩৫ নম্বর
এই সেগমেন্টে ৩৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্বের বিসিএস গুলিতে ২০ টি প্রশ্নের উত্তর দিতে হত। বিসিএস এ ভালো ফলাফল করার জন্য বাংলায় ভালো করার গুরুত্ব অপরিসীম।
বাংলার সিলেবাসে দুটি অংশ।
সাহিত্য – ২০ নম্বর। ভাষা – ১৫ নম্বর,
১) বাংলা ভাষার ইতিহাস, বাঙ্গালা ও বাঙ্গালী, বাংলা ভাষা ও লিপি
২) বাংলা ভাষার যুগ বিভাগ
i) প্রাচীন যুগ ও বাংলা সাহিত্যঃ চর্যাপদ
ii) মধ্যযুগ ও বাংলা সাহিত্যঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, মুসলিম সাহিত্য, অনুবাদ সাহিত্য, গীতিকা
iii) আধুনিক যুগ ও বাংলা সাহিত্যঃ গদ্যের কথা, ফোর্ট উইলিয়াম কলেজ এবং আধুনিক যুগের কবি লেখকদের জীবনী।
৩) আধুনিক কবি-লেখকদের জীবনী ও অন্যান্য বিষয়ে পড়তে হবে।
নিচে কবি লেখকদের তালিকা দেওয়া হলঃ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায়, মাইকেল মধূসুদন দত্ত, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দিন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ফররুখ আহমদ, কায়কোবাদ, শরতচন্দ্র চট্রোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, আবু ইসহাক, আব্দুল্লাহ আল মামুন, আবু জাফর ওবায়দুল্লাহ, আল মাহমুদ, আল ফজল, আলাউদ্দিন আল আজাদ, আবুল মনসুর আহমদ, আবুল হাসান, আহসান হাবীব, জহির রায়হান, জীবনান্দ দাশ, প্রমথ চৌধুরী, প্যারীচাঁদ মিত্র, মানিক বন্দোপাধ্যায়, মুনীর চৌধুরী, শওকত ওসমান, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ মুজতবা আলি, সেলিম আলদিন, শামসুর রহমান, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, নির্মলেন্দু গুণ, দিলারা হাসেম, দ্বিজেন্দ্রলাল রায়, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ুন আহমদ, জাহানারা ইমাম, রাবেয়া খাতুন, কবীর চৌধুরী, রাজিয়া খান, গোলাম মোস্তফা, সিকান্দার আবু জাফর, কাজী মোতাহার হোসেন, সুকান্ত ভট্রাচার্য, তারাশঙ্কর বন্দোপাধ্যায়।
এই সকল কবি-লেখকদের যে বিষয়টি পড়তে হবে তা হলঃ
জন্ম-মৃত্যু সাল, জন্মস্থান, উল্লেখযোগ্য রচনা, সম্পাদিত পত্রিকা, পত্রিকার নাম, ছদ্মনাম, উপাধি, প্রাপ্ত পুরষ্কার।
এছাড়া আরো যা পড়া উচিত, উল্লেখযোগ্য মুক্তিযুদ্বভিত্তিক রচনা, উপন্যাস, কাব্য, ছড়া।
বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ, ভ্রমণ কাহিনী, প্রহসন, নাটক নাম এবং এগুলোর রচনাকারীদের নাম।
বাংলা সাহিত্যের প্রথম যা তাও পড়তে হবে। যেমন প্রথম নাটক, প্রথম উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস। এইরূপঃ
প্রথম গীতিকাব্য, প্রথম বাংলা অনুবাদ, প্রথম সামাজিক নাটক, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী, প্রথম ট্রাজেডি নাটক, প্রথম একুশের কবিতা, প্রথম নাট্যকার, প্রথম মহিলা কবি, প্রথম সার্থক ঔপন্যাসিক, প্রথম মুক্তিযুদ্বভিত্তিক রচনা, প্রথম রামায়ণ অনুবাদ কারী ইত্যাদি।
২০ টি প্রশ্ন যেমন হয় তার একটি নমুনা হল
প্রাচীন সাহিত্য থেকে ২ টি
মধ্যযুগ থেকে ৩ টি
আধুনিক যুগের ১৫ টি [কবি লেখকদের জন্ম-মৃত্যু তারিখ/সাল, স্থান, উল্লেখযোগ্য রচনা, ছদ্মনাম/উপাধি, রচনাবলী, প্রাপ্ত পুরষ্কার, সম্পাদিত পত্র-পত্রিকার নাম, পত্রিকার ধরন, উল্লেখ্যযোগ্য গ্রন্থ, পুরষ্কারপ্রাপ্ত গ্রন্থ ইত্যাদি]
আধুনিক যুগের কবি লেখকদের মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম
চাকরির ফ্রি সাজেশন পেতে এই লিঙ্কটি ভিজিট করুন
প্রার্থীর নামঃ রুকুনুজ্জামান তাহমিদ আমি -অনুমতি নিয়ে ঘরে... আরো পড়ুন
আশাবাদী মানুষটির নাম মো. আশরাফুল ইসলাম (দিপু)। পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক... আরো পড়ুন
১। ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য... আরো পড়ুন
আপনার শৈশব-কৈশোর কেমন কেটেছে? রাবেয়া আক্তার সাখী: ছেলেবেলা খুব সুন্দর ও... আরো পড়ুন
বিসিএস প্রিলিতে ১২০ মার্কস পাওয়া সহজ উপায় বিসিএস প্রিলি ও ১২০... আরো পড়ুন
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণের পথপরিক্রমায় প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ... আরো পড়ুন