আজ মঙ্গলবার ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আমি নিজে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, সেই একান্ত ব্যাক্তিগত নিয়ামকসমূহ আপনাদের সাথে শেয়ার করছিঃ
★পড়ায় মনোযোগ বাড়াবেন যেভাবেঃ
★Tips-১ঃ পড়ার সময় দ্রত পড়বেন, চোখ ও হৃদয়ের সমন্বয়ে দ্রত পড়তে চেষ্টা করবেন। Brain এর Circulation অনেক বেড়ে যাবে,কাজ করবে ভালো। ঝিমাইয়া পড়া নিষেধ।
★Tips 2ঃ পড়াশোনা একটি মানষিক বিষয়, যা ভালো পরিবেশের উপর নির্ভরশীল।পরিবেশ থাকবে নিরব,যেখাবে মোবাইল পাশে থাকবেনা, পড়তে বসলে খুবই দরকার ছাড়া কারো সাথে কথা বলা যাবে। যা পড়বেন To the point এ যেন ব্রেইন নিতে পারে। টপিক ওয়াইজ পড়তে হবে। একটি নির্দিষ্ট সময়ে নির্দষ্ট Topic থাকবে।
★টিপস ৩ঃ পড়ার একটি সঠিক অভ্যাস গড়ে নেওয়া।যেমন ভোরে উঠে নামাজ পড়ে ১০/১১ টা পর্যন্ত পড়লে সারাদিনের পড়ার সমান হয়। মনে রাখবে, বিসিএসে ৫০হাজার সিরিয়াস প্রার্থী আছে। এর মধ্যে ২০০০ জন ক্যাডার হবে। আমার এই সমস্যা, ঐ সমস্যা বিসিএস তা শুনবে না ।যে পড়বে এবং সময় কাজে লাগাবে, সেই টিকবে।
★টিপস ৪(খুবই গুরুত্বপূর্ণ)ঃ BCS পাইতে হলে ২ বছর স্বার্থপর হতে হবে। খুব দরকার ছাড়া কারো কাজে যাওয়া যাবেনা।(অন্যরা কিন্তু বসে নেই, মাথায় রাখতে হবে)। অধিক সামাজিকতা আর BCS একসাথে হয় না, আল্লাহ সব রহমত একই সাথে দিবে না। সময় বাচিয়ে পড়তে হবে। পরিবারের বাহিরে ১% টেনশন করা যাবে না। পরিবারকেও বুঝাতে হবে, আমার BCS তোমরা প্রয়োজন ছাড়া জ্বালাবে না। বিসিএস কোন মজার জিনিস না, পরিশ্রম করে ও আল্লাহর রহমত নিয়ে ছিনিয়ে আনতে হবে।
মনে রাখবেন, এখন সামাজিকতা করে বা গায়ে সারাজীবনে খেটে যে উপকার করতে পারবে, ক্যাডার হলে, একটি স্বাক্ষর তার থেকে হাজারগুণ বেশি উপকার করতে পারবে। এই বিষয়গুলো ভেতরে লালন করলে, এমনিতেই পড়তে মন চাইবে। অলসতা আসবে না, আড্ডায় সময় যাবে না। মন-প্রাণ উজার করে পড়তে ইচ্ছে করবে।
★যেখাবে পড়া শুরু করবেনঃ
১০ম – ৪৩তম বিসিএস পর্যন্ত যত Previous Year এর প্রশ্ন আছে খুব ভালো করে ২/৩ মাসে অন্তত ১ বার পড়তে হবে। প্রিলি পাশ করার প্রধান সুত্র হলোঃ কোন ভাবেই previous questions কাটা যাওয়া যাবে না। যত কঠিন প্রশ্নই হোক মিনিমাম ৪০/৫০টি প্রশ্ন বিগত বছরগুলোতে আসা প্রশ্ন, সরাসরি অথবা প্রশ্নের ব্যাখ্যা থেকে আসবে। সুতরাং অবশ্যই ব্যাখ্যাসহ বিগত সালের প্রশ্ন পড়ত হবে।
বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, রেলওয়ে, CGA, NSI ও অন্যান্য চাকরির সাজেশন পেতে জয়েন করুন এই গ্রুপে
বিসিএস ক্যাডার প্রাপ্তি খুব কি কঠিন? উত্তর এ পোস্টে! — ‘ক্যারিয়ার’... আরো পড়ুন
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস, মানবন্টন ও গাইডলাইন (সর্বমোট— ২০০) মোট দশটি... আরো পড়ুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। … এর মধ্যে বাংলা... আরো পড়ুন
৩৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছিলেন মুনিয়া চৌধুরী। কীভাবে তিনি... আরো পড়ুন
এক দরিদ্র কৃষক কন্যার বিসিএস (প্রশাসন) ক্যাডার হওয়ার বাস্তব গল্প…… (গল্পটা... আরো পড়ুন
#বিসিএস_ক্যাডার_হতে_চাইলে_যা_করতে_হবে বিসিএস ক্যাডার ভালো প্রস্তুতির জন্য দরকার ঠিকঠাক পরিকল্পনা। তা না... আরো পড়ুন