আজ বৃহস্পতিবার ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১. স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
২. ‘দানিউব’ নদীকে কি বলা হয়?
উত্তরঃ আন্তর্জাতিক নদী।
৩. বিবিসি এর সদর দপ্তর অবস্থিত কোথায়?
উত্তরঃ লন্ডনে।
৪. জর্ডানের ডেড সি কী?
উত্তরঃ সুপেয় পানির হৃদ।
৫. নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী মাদার তেরেসার জন্ম কোথায়?
উত্তরঃ যুগোশ্লাভিয়ায় (আলবেনিয়া)।
৬.মার্কিন নিগ্রো অধিকার আন্দোলনের অহিংসবাদী নেতা কে?
উত্তরঃ মার্কিন লুথার কিং।
৭. বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা কোনটি?
উত্তরঃ ফ্রেঞ্চ।
৮. ডিজনি ওয়ার্ল্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
৯. সিটিস অফ দি ডেড কি?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অবস্থিত কবরস্থান।
১০. কোন শহরকে ‘City of flowering trees বলা হয়?
উত্তরঃ হারায়ে (জিম্বাবুয়ে)।
১১. ইউরোমানি কি?
উত্তরঃ লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জার্নাল।
১২. ‘প্রিন্স অব ওয়েলস’ কি?
উত্তরঃ ব্রিটেনের সরকার প্রদত্ত একটি উপাধি।
১৩. ফ্রিডম হাউস কি?
উত্তরঃ আমেরিকার বুদ্ধিজীবীদের সংগঠনের নাম।
১৪. শান্তি প্রাসাদ কি?
উত্তরঃ আন্তর্জাতিক আদালতের কার্যালয় ভবনকে শান্তি প্রসাদ বলা হয়।
১৫. শান্তি ঘন্টা কি?
উত্তরঃ জাতিসংঘের সচিবালয় বিল্ডিং এর ওয়েস্ট কোর্ট গার্ডেনের একটি ঘন্টা।
১৬. শান্তি ঘন্টায় কি লেখা আছে?
উত্তরঃ নিরঙ্কুশ বিশ্ব শান্তি দীর্ঘজীবী হোক (জাপানি ভাষায় লেখা)।
১৭. কোন দেশের অধিবাসীদের ‘কিইউ’ বলা হয়?
উত্তরঃ নিউজিল্যান্ড।
১৮. টেরি ফক্স রান কি?
উত্তরঃ ক্যান্সার গবেষণার তহবিল সংগ্রহের জন্য আয়োজিত দৌড় প্রতিযোগিতা।
১৯. ইতিহাসে কাদেরকে ‘Big Four’ বলা হয়?
উত্তরঃ উড্রো উইলসন, ডেভিড লয়েড জর্জ, জর্জ ক্লিমেনশো এবং ভিটোরিও অর্লান্ডোকে।
২০. নেপোলিরা এভারেস্ট পর্বতকে কি নামে অবহিত করে?
উত্তরঃ সাগর মাতা।
২১. ইংলিশ চ্যানেলে দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫৬৪ কিলোমিটার।
২২. ‘মলোটভ রিবেন থ্রোপ’ কী?
উত্তরঃ ১৯৩৯ সালে স্ট্যালিন ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি।
২৩. বিশ্বের কোন দেশকে Zero Population এর দেশ বলা হয়?
উত্তরঃ সুইডেন।
২৪. Mein Kamps কী?
উত্তরঃ হিটলার রচিত আত্মস্মৃতিচরণ মূলক বই।
২৫. ‘পেনি ব্লাক’ কি?
উত্তরঃ বিশ্বের প্রথম ডাক টিকেট। ১৮৪০ সালে ব্রিটেনে চালু হয়।
২৬. দ্য হোলি ফ্রাস্ক কি?
উত্তরঃ সুইজারল্যান্ড এর মুদ্রার নাম।
২৭. আত্মজীবনীমূলক ‘মিডলাইট ডায়েরিজ’ নামক বইটি কার লেখা?
উত্তরঃ বরিস ইয়েলতসিন।
২৮. ‘মিডনাইট চিলড্রেন’ উপন্যাসের লেখক কে?
উত্তরঃ সালমান রুশদী।
২৯. ইজরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তরঃ আমান (AMAN)।
৩০. ‘My Struggle’ বইটি কার লেখা?
উত্তরঃ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ।
৩১. মিনি বাংলাদেশ কোথায় প্রতিষ্ঠিত করা হয়?
উত্তরঃ সিঙ্গাপুরের সেরাঙ্গুনে।
৩২. বিশ শতাব্দীর নিউটন বলা হয় কাকে?
উত্তরঃ স্টিফেন হকিংস কে।
৩৩. কোন দেশের পার্লামেন্টে মহিলাদের সংরক্ষিত আসন সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ সুইডেন (৪২.৬%)।
৩৪. GMT কোন শহরের সময়ের কোন ব্যবধান নাই?
উত্তরঃ লন্ডন।
৩৫. বিবিসির জনমত জরিপ অনুযায়ী সহস্রাব্দের শ্রেষ্ঠ নারী হিসেবে নির্বাচিত হন কে?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।
৩৬. আমেরিকান সংবিধানের জনক বলা হয় কাকে?
উত্তরঃ জেমস মেডিসনকে।
৩৭. “অপারেশন বিজয়” কি?
উত্তরঃ কারগিল সীমান্তে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে ভারত কর্তৃক পরিচালিত সেনা অভিযান।
৩৮. সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে?
উত্তরঃ ডেনমার্কে (১২২৮ সালে)।
৩৯. দ্বিতীয় জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে?
উত্তরঃ সুইজারল্যান্ডে (১৩৩৯ সালে)।
৪০. “Poverty and Famines” এর লেখক কে?
উত্তরঃ অমর্ত্য সেন।
৪১. গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে?
উত্তরঃ গ্রীসকে।
৪২. প্রাচীন সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে কোন দেশে?
উত্তরঃ ব্রিটেনে।
৪৩. পৃথিবীর প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
৪৪. কিউবার ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে কবে?
উত্তরঃ ১৯৬২ সালে।
৪৫. স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত?
উত্তরঃ জাপানের নাগাসাকিতে।
৪৬. ‘স্ট্যাচু অফ ডেমোক্রেসি’ কোথায় অবস্থিত?
উত্তরঃ হংকং।
৪৭. ‘করনার স্টোন অফ পিস’ কোথায় অবস্থিত?
উত্তরঃ হাইতিতে।
৪৮. গণতন্ত্র চত্বর কোথায় অবস্থিত?
উত্তরঃ কম্বোডিয়ার নমপেনে।
৪৯. ‘লং ওয়াক টু ফ্রিডম’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা।
৫০. এঞ্জেল পরিকল্পনা কি?
উত্তরঃ জনসংখ্যা বৃদ্ধির জন্য পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা। জাপান সরকার এই পরিকল্পনা গ্রহণ করেন।
৫১. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি ‘পিগমী’ আফ্রিকার কোন দেশে বসবাস করে?
উত্তরঃ কঙ্গো।
৫২. UNAMSIL নামে শান্তি রক্ষী বাহিনী কোন দেশে নিয়োজিত আছে?
উত্তরঃ সিয়েরা লিওন।
৫৩. জোহান্স হেভেলিয়াস কিসের জন্য বিখ্যাত হয়ে আছেন?
উত্তরঃ প্রথম চাঁদের মানচিত্র আঁকেন।
৫৪. প্রিন্সেস ডায়নার জীবন নিয়ে রচিত গ্রন্থ ‘শ্যাডো অফ এ প্রিন্সেস’ এর লেখক কে?
উত্তরঃ প্যাট্রিক জেকসন।
৫৫. ‘মেরি ইন শ্যাডো অফ দ্য লায়ন’ কি?
উত্তরঃ জাতিসংঘের প্রথম উপন্যাস।
৫৬. বিশ্বের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায়?
উত্তরঃ নিউজিল্যান্ডে (১৮৯৩ সালে ১৯ মে)।
৫৭. অস্ট্রেলিয়ার নারীরা কবে ভোটাধিকার পায়?
উত্তরঃ ১৯০১ সালে।
৫৮. ব্রিটেনের নারীরা কবে ভোটাধিকার পায়?
উত্তরঃ ১৯১৮ সালে।
৫৯. আমেরিকার নারীরা কবে ভোটাধিকার পায়?
উত্তরঃ ১৯২০ সালে।
৬০. অভিভক্ত বাংলার নারীরা কবে ভোটাধিকার পায়?
উত্তরঃ ১৯৩৫ সালে।
৬১. স্টিভেন স্পিলবার্গ কে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক।
৬২. আয়ারল্যান্ড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ ১০ এপ্রিল 1998 সালে।
৬৩. চীনে কমিউনিস্ট বিপ্লব কবে সংঘটিত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালে।
৬৪. সেন্ট এলবা কি?
উত্তরঃ ভূ-মধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপ।
৬৫. প্যারালেস দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে?
উত্তরঃ চীন এবং তাইওয়ান।
৬৬. আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যর দেশ কোনটি?
উত্তরঃ ইরান।
৬৭. কোন রাজনীতিবিদ সাহিত্য নোবেল পুরস্কার পান?
উত্তরঃ উইন্সটন চার্চিল (১৯৫৩ সালে)।
৬৮. উইন্সটন চার্চিল কোন বিখ্যাত গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ The History of the Second World War.
৬৯. আল আকসা ইন্তিফাদা বলতে কি বুঝায়?
উত্তরঃ ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলন।
৭০. হিসপানিয়া কোন দেশের জাতীয় নাম?
উত্তরঃ স্পেন।
৭১. মধ্যপ্রাচ্যের কোন দেশে কোন সংবিধান বা পার্লামেন্ট নেই?
উত্তরঃ সৌদি আরব।
৭২. ভারতের কোন প্রদেশটি চীন তাদের একাংশ বলে দাবি করে?
উত্তরঃ অরুণাচল।
৭৩. “এক শিশুনীতি” গ্রহণ করেছে কোন দেশ?
উত্তরঃ চীন।
৭৪. ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ কি?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক শেষ ভাষণ।
৭৫. ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’ কার সম্মানে নির্মিত হয়?
উত্তরঃ ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ।
৭৬. ‘সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট’ কি?
উত্তরঃ একটি সংকীর্ণ জলপথ।
৭৭. As he Saw এর লেখক কে?
উত্তরঃ এলিয়েট রুজভেল্ট।
৭৮. “One Hundred Years of Solitude” এর লেখক কে?
উত্তরঃ গার্সিয়া মারকুয়েজ।
৭৯. “All The kings Men” এর লেখক কে?
উত্তরঃ রবার্ট পেন ওয়ারেন।
৮২. ‘The God of Small Thing’ কার লেখা?
উত্তরঃ অরুন্ধীতী রায়।
৮৩. কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী তার সমগ্র সাহিত্যকর্মের জন্য কি পুরস্কার পান?
উত্তরঃ ম্যাগসাসে পুরস্কার।
৮৪. D-Day কী?
উত্তরঃ Dalyvalance Day/ Down Day, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ৬ জুন ১৯৪৪ সালে ফ্রান্সকে জার্মানির হাত থেকে উদ্ধার করার জন্য ফ্রান্সের নরমান্ডিতে মিত্রবাহিনীর ২ লাখ সৈন্য অবতরন করে তাই এই দিনকে D-Day বলা হয়। এটি ‘অপারেশন ওভারলোট‘ নামে পরিচিত।
৮৫. ‘VE-Day কী?
উত্তরঃ Victory in Europe Day. ৯ মে ১৯৪৫ সালে ইউরোপ শত্রু মুক্ত হয় বলে এই দিনকে VE-Day বলা হয়।
৮৬. VJ-Day কী?
উত্তরঃ Victory in Japan Day. ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে জাপানি মিত্রবাহিনীর হাত থেকে মুক্ত হয় এই দিনকে VJ-Day বলা হয়।
৮৭. সুয়েজ খাল কোন দুটি সমুদ্র কে সংযুক্ত করেছে?
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
৮৮. ইন্টারন্যাশনাল সুপারস্টার কাকে অভিহিত করা হয়েছে?
উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়ার কে।
৮৯. সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান কোনটি?
উত্তরঃ কনকর্ড।
৯০. কনকর্ড বিমান নির্মাণ করে কোন দেশ?
উত্তরঃ ব্রিটেন ও ফ্রান্স (যৌথভাবে)।
৯১. মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা প্রবর্তন করেন কে?
উত্তরঃ এরিক মূর্লি (সুইডেন)।
৯২. মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৯৫১ সালে।
৯৩. ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ‘Big One’ বলতে কি বুঝায়?
উত্তরঃ চূড়ান্ত ভূমিকম্প।
৯৪. ম্যান অব ডেসিনিটি বা লিটল কর্পোরাল বলা হয় কাকে?
উত্তরঃ নেপোলিয়ন বেনোপার্টকে।
৯৫. ভিয়েতনাম ওয়াল কোথায় অবস্থিত?
উত্তরঃ ফ্রান্সে ও ইউএসএ তে।
৯৬. চাঁদ থেকে পৃথিবীর কোন বস্তুটি দেখা যায়?
উত্তরঃ চীনের ‘গ্রেটওয়াল’ বা প্রাচীর (সম্প্রতি এটি ভুল প্রমাণিত হয়েছে)।
৯৭. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে?
উত্তরঃ অ্যালেন শেফার্ড (যুক্তরাষ্ট্র)।
৯৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একমাত্র ডক্টরেটধারী কে ছিলেন?
উত্তরঃ উড্রো উইলসন।
৯৯. পপ গায়ক ক্যাট স্টিভেনস ইসলাম ধর্ম গ্রহণ করে কি নাম ধারণ করেন?
উত্তরঃ ইউসুফ ইসলাম।
১০০. www- এর জনক কে?
উত্তরঃ টিম বার্নারস লি।
১০১. ১৯৯৫ সালে বেইজিং এর বিশ্ব নারী সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?
উত্তরঃ নারীর চোখে বিশ্বকে দেখো।
১০২. গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত?
উত্তরঃ আব্রাহাম লিংকন।
১০৩. ক্লিনটন হাসিনা শীর্ষ সম্মেলন কবে, কোথায় বসে?
উত্তরঃ ১৯ অক্টোবর ২০০০ সালে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে।
১০৪. UNFPA- এর নির্বাহী পরিচালক কে?
উত্তরঃ তোরায়া আহমেদ ওবায়েদ। (তিনি প্রথম সৌদি মহিলা জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে)।
১০৫. ‘নগর রাষ্ট্র’ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ সিঙ্গাপুরকে।
১০৬. ‘অলরাউন্ডার ভিউ’ ও ‘ইনভাসভ্যালী’ গ্রন্থ দুটির লেখক কে?
উত্তরঃ ইমরান খান।
১০৭. বর্তমান বিশ্বের দুই ইকোনমিক ‘সুপার পাওয়ার’ দেশ কোনগুলো?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও জাপান।
১০৮. ‘এয়ারফোর্স ওয়ান’ কি?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমান।
১০৯. CTBT চুক্তি জাতিসংঘের কোন সংস্থা কর্তৃক গৃহীত হয়?
উত্তরঃ সাধারণ পরিষদ।
১১০. CTBT চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করে কোন দেশ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
১১১. CTBT চুক্তি কার্যকর করতে কতটি দেশের অনুমোদন প্রয়োজন?
উত্তরঃ ৪৪ টি দেশের।
১১২. কতটি দেশ CTBT চুক্তি অনুমোদন করে?
উত্তরঃ ৩২ টি (সর্বশেষ ভিয়েতনাম)।
১১৩. NPT চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৮ সালে।
১১৪. NPT চুক্তি কার্যকরী হয় কত সালে?
উত্তরঃ ১৯৭০ সালে।
১১৫. প্রথম কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ফ্রোডরিক ফ্রোয়েল (জার্মান)।
১১৬. কোন দেশ আমেরিকাকে যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অফ লিবার্টি’ উপহার দেয়?
উত্তরঃ ফ্রান্স।
১১৭. স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্কে।
১১৮. কার সময় থেকে হিজরী সাল করানো শুরু হয়?
উত্তরঃ হযরত ওমর (রা) (৬২২)।
১১৯. হযরত ইমাম হোসেনের স্মৃতি বিজড়িত কারবালা অবস্থিত কোন নদীর তীরে?
উত্তরঃ ইউফ্রেটিস।
১২০. বয়েজ স্কাউটদের বিরাট সম্মেলনকে কি বলা হয়?
উত্তরঃ জাম্বুরি।
১২১. বিশ্ব বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি।
১২২. ‘সুর সম্রাট’ নামে পরিচিত কে?
উত্তরঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
১২৩. বিখ্যাত চিত্রকর, ভাস্কর ও কবি মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের অধিবাসী?
উত্তরঃ ইতালির।
১২৪. হ্যালির ধুমকেতু আবার দেখা যাবে কবে?
উত্তরঃ ২০৬২ সালে।
১২৫. ফ্রাঙ্কিং মার্কযুক্ত পোস্টেজ স্ট্যাম্প চালু হয় কবে?
উত্তরঃ ১৯১৮ সালে।
১২৬. ওয়াল্ট ডিজনি কে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডিজনি ল্যান্ডের প্রতিষ্ঠাতা, একজন বিখ্যাত চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি পুরস্কার বিজয়ী।
১২৭. পৃথিবীতে সবচেয়ে বেশিদিন রাজত্ব করেন কে?
উত্তরঃ মিশরের ফারাও।
১২৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ জেনারেল ম্যাক আর্থার।
১২৯. ইউক্রেনের চেরনোবিলে স্মরণকালে ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনা ঘটে কবে?
উত্তরঃ ২৬ এপ্রিল ১৯৮৬ সালে।
১৩০. চীনের নিঙ্গসিয়া-হুই অঞ্চলটি পবিত্র কাদের কাছে?
উত্তরঃ মুসলমানদের নিকট।
০১। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন ০২। জাতীয় পতাকা দিবস –... আরো পড়ুন
প্রশ্ন : চীনের প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি... আরো পড়ুন
মুজিব বর্ষ নিয়ে ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নঃ ১। ‘মুজিব বর্ষ’ কী?... আরো পড়ুন
প্রতিনিয়ত গনিতে ব্যবহৃত কিছু ইংরেজী শব্দের বাংলা অর্থঃ গনিতে ব্যবহৃত কিছু... আরো পড়ুন
এই ৪০০ টার বাইরে প্রতিযোগিতামুলক পরীক্ষায় কম্পিউটার ও আই.সি.টি এর জন্যে... আরো পড়ুন
নিয়োগ পরীক্ষায় একবারে পাশ করতে হলে টপিক ধরে ধরে পড়বেন। পড়াটা... আরো পড়ুন