আজ বুধবার ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিষ্ঠানের নামঃ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)
পদের নামঃ অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ ০৭ অক্টোবর ২০২২
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ০৫ মিনিট
প্রশ্নের সংখ্যাঃ ৮০ টি
প্রত্যক প্রশ্নের মানঃ ১.২৫ [প্রতিটি ভুলের জন্য কাটা যাবে ০.৫০ নম্বর]
পূর্ণমান: ১০০
বাংলা অংশের সমাধানঃ
১। কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ সৌজন্য
২। ‘খেলনা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তরঃ √খেল্+অনা
৩। বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? উত্তরঃ লাল লাল গোলাপ
৪। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ নিঃস্ব
৫। ‘নদীটি উত্তর মুখে প্রবাহিত’ এখানে ‘মুখ’ কোন অর্থে প্রকাশ করে? উত্তরঃ দিক
৬। ‘আপনাকে পণ্ডিত মনে করে যে’ এক কথায় কি হবে? উত্তরঃ পণ্ডিতম্মন্য
৭। কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি- উত্তরঃ প্রবন্ধ গ্রন্থ
৮। ‘আষাঢ়ে বৃষ্টি নামে’- বাক্যে আষাঢ় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে ৭মী
৯। ‘গড্ডালিকা প্রবাহ’ এর সঠিক অর্থ কোনটি? উত্তরঃ অন্ধ অনুকরণ
১০। ‘আগুন’ এর প্রতিশব্দ নয় কোনটি? উত্তরঃ কর
১১। ‘বরফ গলা নদ’ উপন্যাসের রচয়িতা কে? উত্তরঃ জহির রায়হান
১২। ‘আসাদের শার্ট’ কবিতাটির লেখক কে? উত্তরঃ শামসুর রাহমান
১৩। ‘ক্ষুধার্ত’ এর সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ ক্ষুধা + ঋত
১৪। ‘মহর্ষি’ কোন সমাস? উত্তরঃ কর্মধারয়
১৫। ‘হাজার বছরের বাঙ্গালি সংস্কৃতি’ বইটির লেখক কে? উত্তরঃ গোলাম মুরশিদ
১৬। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির লেখক কে? উত্তরঃ আবুল মনসুর আহমদ
১৭। উপসর্গের কাজ কি? উত্তরঃ নতুন শব্দ গঠন
১৮। নিচের কোনটি একবচনের উদাহরণ? উত্তরঃ ডাক্তার রুগী দেখছে
১৯। ‘বীর’ শব্দটির বিপরীত শব্দ? উত্তরঃ বীরাঙ্গনা
২০। কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ? উত্তরঃ মানুষ
ইংরেজি অংশের সমাধানঃ
২১। Which of the following is correct? উত্তরঃ His conduct admits of no excuse.
২২। ‘ডাক্তার ডাক’ এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? উত্তরঃ Call in a doctor.
২৩। He is innocent ——- the charge. উত্তরঃ of
২৪। Handy means- উত্তরঃ useful
২৫। OMS stands for- উত্তরঃ Open Market Sale
২৬। Choose the correct spelling. উত্তরঃ Accommodation
২৭। ‘Maiden Speech’ means- উত্তরঃ The first speech
২৮। The train — from Rangpur. উত্তরঃ has already arrived
২৯। The man was accused — forgery. উত্তরঃ of
৩০। Who wrote the book titled ‘India wins freedom’- উত্তরঃ Abul Kalam Azad
৩১। Bangladesh is commined — a policy of peaceful existence. উত্তরঃ to
৩২। ‘আমি, তুমি ও সে স্কুলে যাবো’ এর ইংরেজি অনুবাদ কোনটি? উত্তরঃ You, he and I will go to school.
৩৩। Karim died — Covid-19. উত্তরঃ of
৩৪। It has been raining — morning. উত্তরঃ since
৩৫। We waited until the plane —. উত্তরঃ took off
৩৬। কোনটি Abstract noun? উত্তরঃ height
৩৭। সে কি যায়? এর ইংরেজী অনুবাদ হলো: উত্তরঃ Does he go?
৩৮। Choose the word which never has plural? উত্তরঃ Information
৩৯। Teacher said, “The earth — round the sun”. উত্তরঃ moves
৪০। May Bangladesh prosper _____ উত্তরঃ day by day
গণিত অংশের সমাধানঃ
৪১। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তরঃ ৫১
৪২। তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? উত্তরঃ ২৪
৪৩। ৩, ৬ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত? উত্তরঃ ৮
৪৪। ২.১ + ০.০১ + ০.০০১ এর মান কত? উত্তরঃ ২.১১১
৪৫। ১০০ মিলিমিটার = ? উত্তরঃ ১ ডেসিমিটার
৪৬। এক দশমাংশ ও এক শতাংশ এর গড় কত হবে? উত্তরঃ ০.০৫৫
৪৭। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? উত্তরঃ ৩/৪
৪৮। a⁵ ÷ a⁵ × a⁴ এর মান কত? উত্তরঃ a⁴
৪৯। কোন সংখ্যার ৫% হয় ২০? উত্তরঃ ৪০০
৫০। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত? উত্তরঃ ৯৬ মিটার
৫১। ৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা? উত্তরঃ ০.৯০
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps
৫২। ময়ূর ও হরিণ একত্রে ৭০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ১৮০। কয়টি ময়ূর আছে? উত্তরঃ ৫০টি
৫৩। একটি চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি কত? উত্তরঃ ৩৬০ ডিগ্রি
৫৪। বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে? উত্তরঃ জ্যা
৫৫। মার্চ মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেমি. ঐ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তরঃ ২০.১৫ সেমি
৫৬। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর একবাহুর দৈর্ঘ্য কত গজ? উত্তরঃ ২২০
৫৭। তিনটি সংখ্যার অনুপাত ৪:৫:৬ এবং মধ্যম সংখ্যাটির বর্গ ২২৫। বৃহত্তম সংখ্যাটি কত? উত্তরঃ ১৮
৫৮। ১ বর্গফুট সমান কত বর্গইঞ্চি? উত্তরঃ ১৪৪ বর্গইঞ্চি
৫৯। x-6 = 7x-48, x এর মান কত? উত্তরঃ 7
৬০। দুটি সংখ্যার গ.সা,গু ৭ এবং ল.সা.গু ৮৪। একটি সংখ্যা ২১ হলে অন্যটি কত? উত্তরঃ ২৮
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৬১। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়ার তিনটি ডাবল সেঞ্চুরি করেন? উত্তরঃ মুশফিকুর রহিম
৬২। ‘মনপুরা-৭০’ কি? উত্তরঃ একটি চিত্রশিল্প
৬৩। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? উত্তরঃ বর্ধমান হাউজ
৬৪। ইউক্রেনের রাজধানীর নাম কি? উত্তরঃ কিয়েভ
৬৫। COP-26 সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তরঃ গ্লাসগো
৬৬। কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়? উত্তরঃ ডায়াবেটিস
৬৭। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? উত্তরঃ রাষ্ট্রপতি
৬৮। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিসে
৬৯। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার
৭০। সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি? উত্তরঃ ৫টি [খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা]
৭১। ময়মনসিংহের গারো পাহাড় ও টাঙ্গাইল জেলায় কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাস করে? উত্তরঃ গারো
৭২। গম্ভীরা কোন অঞ্চলের লোক সংগীত? উত্তরঃ রাজশাহী
৭৩। তুরস্কের মুদ্রার নাম কি? উত্তরঃ লিরা
৭৪। ৫০ ও ১০০ টাকার নেটে কার স্বাক্ষর থাকে? উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের
৭৫। কারাগারের রোজনামচা’ বইটির লেখক কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭৬। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য কোনটি? উত্তরঃ তৈরি পোশাক
৭৭। CNN কোন দেশের সংবাদ সংস্থা? উত্তরঃ যুক্তরাষ্ট্র
৭৮। কম্পিউটারের ব্রেন কোনটি? উত্তরঃ মাইক্রো প্রসেসর
৭৯। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? উত্তরঃ ময়মনসিংহ
৮০। কোন বস্তুর ওজন কোথায় বেশি? উত্তরঃ মেরু অঞ্চলে
৮১। অনুচ্ছেদ লিখুনঃ সাম্প্রদায়িক সম্প্রীতি
পৃথিবীতে নানা জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ বাস করে। নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রীতি ও ভাতৃত্বের যে ভাব বিদ্যমান থাকে তাই সাম্প্রদায়িক সম্প্রীতি। কোনো দেশে শুধু একটি জাতিসত্তা ও ধর্মীয় সম্প্রদায় বাস করে না। তাই বলা যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে এক সাথে একই সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সহাবস্থানকে বোঝায়। সেখানে সম্প্রদায়গুলোর মধ্যে কোনো জাত্যভিমান থাকে না। কেউ কাউকে ছোট ভাবে না। কেউ কাউকে বড় ও ভাবে না। কেউ নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে না। কেউ কাউকে শত্রু হিসেবে গণ্য করে না। একই সমাজ ও রাষ্ট্রের সদস্য হিসেবে সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। ধর্মের ভিত্তিতেই মানুষের পৃথক পৃথক সম্প্রদায় সবচেয়ে বেশি গড়ে ওঠে। যেমন কেউ মুসলিম সম্প্রদায়ের আবার কেউ হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। আবার একটি ধর্মের ভেতরেও আছে ভিন্ন ভিন্ন বর্ণের মানুষ। যেমন মুলমানদের ক্ষেত্রে কেউ সুন্নি কেউবা শিয়া। খ্রিস্টানদের মধ্যে কেউ ক্যাথলিক আবার কেউ প্রোটেস্ট্যান্ট। হিন্দুদের মধ্যে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয় আবার কেউবা শুদ্র। যদিও ধর্ম সম্প্রদায় সৃষ্টি করে, তাই বলে ধর্ম কখনো কাউকে সাম্প্রদায়িক হতে বলে না। তাছাড়া ধর্ম কখনো সাম্প্রদায়িকতাকে সমর্থনও দেয় না। কারণ সকল ধর্মই মানুষকে শান্তি ও সম্প্রীতির পথ দেখায়।
চাকরির আরো তথ্য পেতে এই লিঙ্কে ক্লিক করুন।
নিচের নীল লেখাতে ক্লিক করে ডাউনলোড করে নিন। CGA Auditor Question... আরো পড়ুন
অডিটর এন্ড জুনিয়র_অডিটর >>> অডিটর বা জুনিয়র অডিটর – অডিটর বা... আরো পড়ুন
বাংলা অংশের সমাধানঃ ১. ‘নিপাতনে সিদ্ধ সন্ধি’ সম্পর্কে কোনটি সঠিক? উত্তর: যে... আরো পড়ুন
পদের নামঃ অডিটর পরীক্ষাঃ ৭ জানুয়ারি ২০২২ গণিত অংশের সমাধানঃ ১.... আরো পড়ুন
প্রতিষ্ঠানের নামঃ হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর, ভূমি মন্ত্রণালয় পরীক্ষার তারিখঃ... আরো পড়ুন