আজ বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিষ্ঠানের নামঃ হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর, ভূমি মন্ত্রণালয়
পরীক্ষার তারিখঃ ১৩ মে ২০২৩
পদের নাম: অডিটর
Exam Type: MCQ
বাংলা অংশের সমাধানঃ
১. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ক. পাল খ. সেন গ. মোগল ঘ. তুর্কি
উত্তরঃ ক. পাল
২. স্বাধীন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. স + অধিন খ. শ + অধিন গ. স্ব + অধিন ঘ. স্ব + অধীন
উত্তরঃ ঘ. স্ব + অধীন
৩. ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতা কে?
ক. তালিম হোসেন খ. ফররুখ আহমদ গ. গোলাম মোস্তফা ঘ. আবুল হোসেন
উত্তরঃ খ. ফররুখ আহমদ
৪. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
ক. কথোপকথন খ. চর্যাপদ গ. মঙ্গলকাব্য ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ ক. কথোপকথন [১৮০১ সালে]
৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয়া হয়?
ক. ১৮৫১ খ. ১৮৪৭ গ. ১৮৩৯ ঘ. ১৮৪১
উত্তরঃ গ. ১৮৩৯
৬. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?
ক. ফণিমনসা খ. বনগীতি গ. দোলনচাঁপা ঘ. গানের মালা
উত্তরঃ গ. দোলনচাঁপা
৭. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
ক. জসীমউদদীন খ. ফররুখ আহমদ গ. আবুল হাসান ঘ. শহীদ কাদরী
উত্তরঃ ক. জসীমউদদীন
৮. ‘ঊনকোটি চৌষট্টি’ এ বাগধারার অর্থ কী?
ক. অপদার্থ খ. পাগলামি গ. অপব্যয়ী ঘ. প্রায় সম্পূর্ণ
উত্তরঃ ঘ. প্রায় সম্পূর্ণ
৯. ‘তপোবন’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব খ. চতুর্থী তৎপুরুষ গ. প্রাদি ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ. চতুর্থী তৎপুরুষ
১০. ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
ক. আই খ. আল গ. আন ঘ. আও
উত্তরঃ ক. আই
১১. নিচের কোন শব্দটি অশুদ্ধ?
ক. সুকেশী খ. সুকেশা গ. সুকেশীনী ঘ. সুকেশিনী
উত্তরঃ গ. সুকেশীনী
১২. বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ২২ খ. ২১ গ. ২০ ঘ. ১৯
উত্তরঃ খ. ২১
১৩. ‘ঋজু’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. উদ্ধৃত খ. বক্র গ. সুষম ঘ. স্পষ্ট
উত্তরঃ খ. বক্র
১৪. ‘পান করার যোগ্য’-এক কথায় কী হবে?
ক. পেয় খ. পিপাসা গ. তৃষ্ণা ঘ. পানি
উত্তরঃ ক. পেয়
১৫. ‘বাবাকে বড্ড ভয় পাই’ এখানে ‘বাবাকে ‘ শব্দটি কোন কারক ও বিভক্তি?
ক. কর্মে ২য়া খ. অপাদানে ২য়া গ. কর্মে ৪র্থী ঘ. অপাদানে ৫ মী
উত্তরঃ খ. অপাদানে ২য়া
ইংরেজি অংশের সমাধানঃ
১৬. What is the synonym of Pauper?
ক. destitution খ. fortune গ. affluence ঘ. opulence
উত্তরঃ ক. destitution
১৭. “I water the plants.” The word ‘water’ is used as-
ক. noun খ. pronoun গ. verb ঘ. adverb
উত্তরঃ গ. verb
১৮. We need as _people as possible.
ক. many খ. much গ. most ঘ. enough
উত্তরঃ ক. many
১৯. You had better _ the offer.
ক. than খ. welcome গ. accept ঘ. accepts
উত্তরঃ গ. accept
২০. This could have worked if I —-been more far-sighted.
ক. had খ. might গ. have ঘ. has
উত্তরঃ ক. had
২১. What would be right synonym for ínitiative’ ?
ক. Apathy খ. Enterprise গ. Indolence ঘ. Try
উত্তরঃ খ. Enterprise
২২. ‘’Lets us begin by looking at the minutes of the meeting.” – Here ‘minutes’means:
ক. time record খ. written record গ. time frame ঘ. ending time
উত্তরঃ খ. written record
২৩. Which of the following word can be used as a verb?
ক. Mister খ. Mistress গ. Master ঘ. Mrs.
উত্তরঃ গ. Master
২৪. Which one is in feminine from?
ক. Deer খ. Bee গ. Bull ঘ. Horse
উত্তরঃ খ. Bee
২৫. Identify the correct word –
ক. incocient খ. insocant গ. insouciant ঘ. insociant
উত্তরঃ গ. insouciant
গণিত অংশের সমাধানঃ
২৬. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
ক. ৮% খ. ১০% গ. ১৫% ঘ. ১২%
উত্তরঃ খ. ১০%
২৭. একটী শ্রেণিতে যতজন ছাত্রছাত্রী আছে, তাদের প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত ?
ক. ৭০ খ. ৮৫ গ. ৭৫ ঘ. ১০০
উত্তরঃ গ. ৭৫
২৮. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং গসাগু ৪ হলে ছোট সংখ্যাটি কত?
ক. ১০ খ. ১৫ গ. ২৫ ঘ. ২০
উত্তরঃ ঘ. ২০
২৯. কোনো ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়। ভগ্নাংশটি কত?
ক. ৩/৫ খ. ৪/৫ গ. ২/৫ ঘ. ১/৫
উত্তরঃ ক. ৩/৫
৩০.P = {x:x, 12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x:x, 3 এর গুণিতক এবং x≤12 } হলে, P-Q কত?
ক. {1,2,4} খ. {1,3,4} গ. {1,3,6} ঘ. {1,2,6}
উত্তরঃ ক. {1,2,4}
৩১. x – 2y = 3 হলে, x 3 – 8y3 – 18xy এর মান কোনটি?
ক. 27 খ. 36 গ. 18 ঘ. 42
উত্তরঃ ক. 27
৩২. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
ক. ৩১ খ. ৩২ গ. ৩৩ ঘ. ৩৪
উত্তরঃ গ. ৩৩
৩৩. ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
ক. ১৫ মিনিট খ. ২০ মিনিট গ. ৩০ মিনিট ঘ. ২৫ মিনিট
উত্তরঃ ঘ. ২৫ মিনিট
৩৪. হলে x এর মান কত?
ক. 3 খ. -3 গ. 7 ঘ. 9
উত্তরঃ খ. -3
৩৫. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তাঁর মূলধন কত?
ক. ১৬০০ টাকা খ. ১৬০০০ টাকা গ. ১৬০০০০ টাকা ঘ. ১৬০০০০০ টাকা
উত্তরঃ খ. ১৬০০০ টাকা
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৩৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে?
ক. ৯ম ভাগে খ. ৭ম ভাগে গ. ৮ম ভাগে ঘ. ১০ম ভাগে
উত্তরঃ গ. ৮ম ভাগে
৩৭. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
ক. কৈলাসটিকা খ. ফেঞ্চুগঞ্জ গ. হরিপুর ঘ. বাখরাবাদ
উত্তরঃ গ. হরিপুর
৩৮. “নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল” নামে পরিচিত কোনটি?
ক. হাকালুকি হাওড় খ. টাঙ্গুয়ার হাওর গ. চলন বিল ঘ. শনির হাওড়
উত্তরঃ খ. টাঙ্গুয়ার হাওর
৩৯. ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি কার অমর কীর্তি?
ক. হামিদুজ্জামান খান খ. নভেরা আহমেদ গ. শামীম শিকদার ঘ. মৃণাল হক
উত্তরঃ গ. শামীম শিকদার
৪০. ঢাকা শহরের প্রধান মুগল স্থাপত্য কোনটি?
ক. বর্ধমান হাউস খ. লালবাগ গ. আহসান মঞ্জিল ঘ. বড় কাটরা
উত্তরঃ খ. লালবাগ
৪১. কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি?
ক. লালসালু খ. সূর্যদীঘল বাড়ি গ. মুক্তির গান ঘ. মাটির ময়না
উত্তরঃ ঘ. মাটির ময়না
৪২. বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
ক. ২০০০ খ. ২০১১ গ. ২০১৮ ঘ. ২০২১
উত্তরঃ ঘ. ২০২১ সালে
৪৩. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-
ক. ৭.৬ সে.মি. খ. ৭৬ সে.মি. গ. ৭৬০ সে.মি. ঘ. ৭২ সে.মি.
উত্তরঃ খ. ৭৬ সে.মি.
৪৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-
ক. কফি আনান খ. কুটওয়ার্ল্ড হেইম গ. দ্যাগ হ্যামারশোল্ড ঘ. উথান্ট
উত্তরঃ ঘ. উথান্ট
৪৫. জাপানের পার্লামেন্টের নাম কি?
ক. হাউজ অব লর্ডস খ. কংগ্রেস গ. ডায়েট ঘ. হাউজ অব সিনেট
উত্তরঃ গ. ডায়েট
৪৬. বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে?
ক. ৬৮.৩৪% খ. ৩১.৬৬% গ. ৩৬.৩৮% ঘ. ৫০.৩৬%
উত্তরঃ ক. ৬৮.৩৪%
৪৭. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?
ক. মিল্লাত খ. ইত্তেহাদ গ. দৈনিক আজাদ ঘ. ইত্তেফাক
উত্তরঃ খ. ইত্তেহাদ
৪৮. জাতিসংঘ বিষয়ক আলোচনায় ‘P5′ বলতে কী বোঝায়?
ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র খ. জাতিসংঘের পাঁচটি সংস্থা
গ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র
৪৯. প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৯-৩১ মার্চ ২০২২ খ. ২৯-৩১ মার্চ ২০২৩ ঘ. ১১-১৪ মার্চ ২০২৩ ঘ. ২৯-৩১ জানুয়ারি ২০২৩
উত্তরঃ খ. ২৯-৩১ মার্চ ২০২৩
৫০. নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ অ্যাওয়ার্ড প্রদান করে?
ক. গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্যুনাইজেশন এন্ড ভ্যাক্সিনেশন খ. গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইম্যুনাইজেশন
গ. গ্লোবাল অ্যালায়েন্স ফর মাদার এন্ড চাইল্ড কেয়ার ঘ. গ্লোবাল অ্যালায়েন্স ফর চাইল্ড এন্ড মাদার কেয়ার
উত্তরঃ খ. গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইম্যুনাইজেশন
নীল অংশে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সাদিক’স প্রাথমিক শিক্ষক... আরো পড়ুন
৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution: বিসিএস... আরো পড়ুন
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ-২০১৬ পরিক্ষার তারিখঃ২০.০৫.২০১৬ সময়ঃ১ ঘন্টা পূর্নমানঃ৭০ ****... আরো পড়ুন
বাংলা সাহিত্য সামাধান ১। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার... আরো পড়ুন
৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer: আশা... আরো পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন নিচে দেয়া হলো। মানবণ্টন: *মোট: ১০০... আরো পড়ুন