আজ বুধবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রাইমারি বনাম এমপিওভুক্ত কলেজের প্রভাষক-
প্রাথমিক সহকারী শিক্ষক : মূল বেতন-১১০০০ বাড়ি বাড়া-৪৯৫০ মেডিকেল-১৫০০ টিফিন-২০০ সন্তান-১০০০ (২ জন) মোট-১৮৬৫০ ১২ মাসে মোট-২,২৩৮০০ ২ ইদ বোনাস-২২,০০০ বৈশাখী ভাতা-২,২০০১ বছরে মোট আয়-২,৪৮,০০০/-
এমপিওভুক্ত কলেজের প্রভাষক : বেতন-২২০০০-কর্তন: ২২০০=১৯৮০০ বাড়ি ভাড়া-১০০০ মেডিকেল-৫০০ মোট প্রাপ্য-২১৩০০ ১২ মাসে=২,৫৫,৬০০ ২ টি ইদ বোনাস-১১০০০ বৈশাখী-৪৪০০ ১ বছরে মোট-২,৭১,০০০/- অধিকাংশ কলেজ থেকে মাসিক সম্মানি দেয় যা ৫-১০ হাজার পর্যন্ত হয়ে যায়। বোর্ডের খাতা মূল্যায়ন সম্মানি, পরীক্ষা ডিউটি এগুলো হিসাবের বাইরে। কলেজে ক্লাস দিনে ১/২ টি আর প্রাইমারি সকাল ৯ থেকে ৪ টা পর্যন্ত! অধিকাংশ প্রাইমারিতে ঝাড়ুদার নেই নিজেদের অফিস ঝাড়ু থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত পরিষ্কার করা লাগে! আর কলেজে ঝাড়ুদার, আয়া, অফিস সহায়ক, নাইট গার্ড সব পাবে বলার সাথে সাথে চা নিয়ে হাজির, প্রাইমারিতে নিজেরা তো বটেই গার্ডিয়ানকে চা বানিয়ে খাওয়াতে হয়!
৮ বছর পর কলেজ শিক্ষক পাবেন সহকারী অধ্যাপক স্কেল-৩৫৫০০/- উত্তোলযোগ্য বেতন হবে-৩৩,৪৫০/- আর প্রাইমারি টিচার পাবে ইনক্রিমেন্ট পেয়ে ১৬২৮০ বেসিকে মোট-২৫,০৪০৬/- কলেজ শিক্ষকের পদবি হবে Assistant Professor আর তিনি প্রাইমারির সহকারী শিক্ষক! প্রামারির টিচার যদি ২ টি উচ্চতর স্কেল পেয়ে ১১তম গ্রেডে যেতে পারে ( জানি না ১১ পর্যন্ত সহকারী শিক্ষক যেতে পারে কি না, প্রাথমিকের হেড বিবেচনায় নিলে কলেজের অধ্যক্ষ বিবেচনায় নিতে হবে) তবে লাস্ট বেসিক ৩২২৪০ হবে, ফলে পেনশন পাবে [(৩২২৪০×৯০%)÷২]×২৩০ অর্থাৎ ৩৩,৩৬,৮৪০ টাকা। ল্যাম্পগ্রান্ট-৩২২৪০×১৮=৫,৮০,৩২০ টাকা মোট=৩৯,১৭,১৬০/- টাকা আর কলেজ শিক্ষক পাবেন-৬৭,০০,০০০/- মাসিক পেনশনের সমপরিমান টাকা ব্যাংকে বা যেকোনো খাতে বিনিয়োগ করলে উত্তোলন করতে পারবে। জিপিএফ যদি ইচ্ছে করে কলেজ শিক্ষকও নিজস্ব নামে করতে পারবে। মাসিক জমা দিবে নির্দিষ্ট মেয়াদ শেষে উত্তোলন করতে পারবে। যদি সরকারি চাকরির খুব ইচ্ছে থাকে তাহলে প্রাথমিকেই জয়েন করুন। নিজে পেনশন পাবেন, বউ পাবে, প্রতিবন্ধী সন্তানে পাবে। প্রাথমিকের শিক্ষকদের সন্তান প্রাথমিকে কোটা পায়।
[বিদ্র. এখানে কোন সেক্টরকেই অবহেলা করা হচ্ছে না বরং যারা কনফিউশনে আছেন কলেজ না কি প্রাথমিক তাদের জন্য তুলনামূলক আলোচনা যাতে নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন । তবে সরকারি প্রাইমারি ভালো জীবনের সিকিউরিটির জন্য ।
রিজাইন লেটার বা অব্যহতি পত্রের নমুনা : তারিখ : দিন/মাস/সাল বরাবর... আরো পড়ুন
নীল লেখাতে ক্লিক করে ডাউনলোড করুন। জব সিকিউরিটি ক্লিয়ারেন্স (1) (1) আরো পড়ুন
এসএসসি ( ভোকেশনাল) শিক্ষাক্রমের এমপিও সংক্রান্ত কাজে কাগজপত্রের তালিকা (এনটিআরসিএ কর্তৃক... আরো পড়ুন
শিক্ষক নিবন্ধন ও পুলিশ ভেরিফিকেশন: যারা শিক্ষক/প্রভাষক হিসেবে চূড়ান্ত ভাবে মনোনিত... আরো পড়ুন
NTRCA ১৭তম নিবন্ধন প্রিলির সাজেশন https://www.facebook.com/groups/619959278581000/ ভিডিওটি দেখুন… আরো পড়ুন