আজ রবিবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ভাইভা অভিজ্ঞতা
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
বোর্ডে অবস্থানকাল: ৮ – ৯ মিনিট
প্রার্থীর নাম: মো: মাহাফুজার রহমান
প্রার্থী: (বেল বাজার সাথেই দরজা খুলে বললাম) আসতে পারি, স্যার?
বোর্ড: আসুন।
প্রার্থী: চেয়ারের কাছে গিয়ে আসসালামু আলাইকুম বলে দাঁড়িয়ে থাকলাম।
বোর্ড: সালামের উত্তর দিয়ে বসতে বললেন।
প্রার্থী: ধন্যবাদ দিয়ে বসলাম।
বোর্ড: আপনার নাম কী?
প্রার্থী: আমার নাম মো: মাহাফুজার রহমান।
বোর্ড: আপনার জেলা কোনটা?
প্রার্থী: আমার জেলা কুড়িগ্রাম।
বোর্ড: লেখাপড়া কোথায় করেছেন?
প্রার্থী: আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুড়িগ্রাম সরকারি কলেজে লেখাপড়া করেছি।
বোর্ড: কোন সাবজেক্টে লেখাপড়া করেছেন?
প্রার্থী: আমি গণিতে লেখাপড়া করেছি।
বোর্ড: ইংরেজি করুন ‘গরু ঘাস খায়’।
প্রার্থী: The cow eats grass.
বোর্ড: ইংরেজি করুন ‘সে ভাত খায়’।
প্রার্থী: He eats rice.
বোর্ড: খাতা ও কলম এগিয়ে দিয়ে বললেন, BARD এর পূর্ণরূপ লিখুন।
প্রার্থী: BARD এর পূর্ণরূপ হলো Bangladesh Academy for Rural Development.
বোর্ড: BADC এর পূর্ণরূপ লিখুন?
প্রার্থী: BADC এর পূর্ণরূপ হলো Bangladesh Agricultural Development Corporation.
বোর্ড: NATO এর পূর্ণরূপ লিখুন?
প্রার্থী: দুঃখিত, স্যার। (সঠিক উত্তর: NATO এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization.
বোর্ড: ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
প্রার্থী: ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = ১/২ × ভূমি × উচ্চতা
বোর্ড: বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
প্রার্থী: বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = পাই×আর*২
বোর্ড: পাই এর মান কত?
প্রার্থী: পাই এর মান = ৩.১৪১৫৯
বোর্ড: পাই এর মান কোথা থেকে এলো?
প্রার্থী: পাই এর মান ২২/৭ থেকে এসেছে।
বোর্ড: ২২/৭ কোথা থেকে এলো?
প্রার্থী: দুঃখিত, স্যার। (সঠিক উত্তর: আর্কিমিডিস বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বৃত্তের ভিতর একটি বর্গ আঁকেন এবং বাহিরে আরেকটি বর্গ আঁকেন। বর্গদ্বয়ের পরিসীমা নির্ণয় করে পার্থক্য বের করার মাধ্যমে বৃত্তের পরিসীমা নির্ণয় করার চেষ্টা করেন। এই পদ্ধতি অনুসরণ করে তিনি এক পর্যায়ে ৯৬ বাহুবিশিষ্ট বহুভুজ দিয়ে পাই এর মানের সীমা কমিয়ে ৩.১৪১ থেকে ৩.১৪৩ এর মধ্যে এনেছিলেন।)
বোর্ড: ইংরেজিতে খাতায় লিখুন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।
প্রার্থী: Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman.
বোর্ড: রাষ্ট্রের উপাদান কয়টি?
প্রার্থী: রাষ্ট্রের উপাদান চারটি।
বোর্ড: উপাদানগুলো কী কী?
প্রার্থী: রাষ্ট্রের চারটি উপাদান হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব।
বোর্ড: ব্যাকস্পেস না চেপে কম্পিউটারে কিছু লেখা টাইপ করতে দিয়েছিল।
প্রার্থী: টাইপ করা শুরু করলাম। কয়েকটি শব্দ টাইপ করার পর …
বোর্ড: আপনি এখন কী করেন?
প্রার্থী: আমি বর্তমানে গণিতে মাস্টার্স করছি। পাশাপাশি টিউশন করাই।
বোর্ড: ঠিক আছে, এবার আসুন।
প্রার্থী: ধন্যবাদ ও সালাম দিয়ে প্রস্থান।
#collected
১। থানা ও উপজেলার মধ্যে পার্থক্য কী? উত্তরঃ থানা ও উপজেলা... আরো পড়ুন
কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নবম-দশম গ্রেডের নিয়োগে ভাইভায় বরাদ্দকৃত নম্বর... আরো পড়ুন
( ক্যান্ডিডেট দরজা খুলে) আমিঃ- আসবো স্যার? বোর্ড- মাকসুদুল হাসান। আসুন,... আরো পড়ুন
ভাইভা বোর্ডে ধরা সবচেয়ে কমন বিষয় হলো Introduce Yourself , তাই... আরো পড়ুন
ভাইভা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। তাই এই ধাপে যেন ব্যার্থ না হতে... আরো পড়ুন
ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃঃ(সরকারি... আরো পড়ুন