আজ রবিবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer: আশা করি আপনি ভাল আছেন। আজকের পোস্টে আমরা ৪২তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান pdf দিয়েছি। ৪২তম বিসিএস পরীক্ষাটি ২০২১ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষাটিতে মোট ২০০টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলি বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার থেকে এসেছিল। পরীক্ষার সময়কাল ছিল ২ ঘন্টা।
৪২তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলি মোটামুটি সহজ ছিল। তবে কিছু প্রশ্ন ছিল যা একটু কঠিন ছিল। পরীক্ষায় ভাল ফলাফল করতে হলে আপনাকে অবশ্যই বিগত বছরের বিসিএস প্রশ্নের সমাধান দেখে নিতে হবে। এছাড়াও আপনি বিভিন্ন বই এবং সফটওয়্যার থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।
আমরা আমাদের ওয়েবসাইটে ৪২তম বিসিএস প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দিয়েছি। আপনি এই সমাধানগুলি দেখে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটে বিগত বছরের বিসিএস প্রশ্নের সমাধানও পেতে পারেন।
বিসিএস পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি সরকারি চাকরি পেতে পারেন। তাই বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে গুরুত্ব সহকারে। আমাদের ওয়েবসাইটে দেওয়া ৪২তম বিসিএস প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপনাকে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতিতে সাহায্য করবে।
আশা করি এই পোস্টটি আপনাকে বিসিএস, প্রাইমারী, সরকারি ,বেসরকারী সকল পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে।
৪২তম বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য অংশের সমাধান
১. উদ্বাসন শব্দের অর্থ কী?
উদ্বাসন শব্দের অর্থ হলো বাসভূমি থেকে বিতাড়িত হওয়া।
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় ২০১২ সালে।
৩. কিত্তনখোলা নাটকটির বিষয়
কিত্তনখোলা নাটকটির বিষয় হলো লোকায়ত জীবন ও সংস্কৃতি।
৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
৫. বাক্যের দুটি অংশ
বাক্যের দুটি অংশ হলো উদ্দেশ্য এবং বিধেয়।
৬. যিনি ন্যায়শাস্ত্র জানেন
যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে নৈয়ায়িক বলা হয়।
৭. সঠিক বানান নয় কোটি?
সঠিক বানান নয় কোটি। সঠিক বানান হলো কোটি।
৮. কোনটি শুদ্ধ নয়?
শুদ্ধ নয় যন্ত্রনা। সঠিক বানান হলো যন্ত্রণা।
৯. কোন সাহিত্য কর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
চর্যাপদ সাহিত্য কর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে।
১০. ঐহিক এর বিপরীত শব্দ কোনটি?
ঐহিক এর বিপরীত শব্দ হলো পারত্রিক।
১১. ‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে?
‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।
১২. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
মুক্তিযুদ্ধভিত্তিক নভেল হলো জীবন ও রাজনৈতিক বাস্তবতা।
১৩. আমার জ্বর জ্বর লাগছে- এখানে জ্বর জ্বর কোন প্রকারের শব্দ?
আমার জ্বর জ্বর লাগছে- এখানে জ্বর জ্বর দ্বিরুক্ত শব্দ।
১৪. শুদ্ধ বাক্য নয় কোনটি?
অকারণে ঋণ করিও না। এই বাক্যটি শুদ্ধ নয়। সঠিক বাক্যটি হলো অকারণে ঋণ করো না।
১৫. কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়
কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো কৃষ্+তি।
১৬. উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে
উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ-প্রবচন।
১৭. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রতঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে
মানুষের দেহের যে সব অঙ্গ-প্রতঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদেরকে বাক প্রত্যঙ্গ বলে।
১৮. বাবা কোন ভাষার শব্দ?
বাবা তুর্কি ভাষার শব্দ।
১৯. অধিত্যকা এর বিপরীত শব্দ কোনটি?
অধিত্যকা এর বিপরীত শব্দ হলো উপত্যকা।
২০. Notification এর বাংলা পরিভাষা কোনটি?
Notification এর বাংলা পরিভাষা হলো প্রজ্ঞাপন।
৪২তম বিসিএস আন্তর্জাতিক অংশের সমাধান
১) IUCN কাজ করে – প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে
IUCN হলো International Union for Conservation of Nature and Natural Resources-এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। IUCN-এর লক্ষ্য হলো বিশ্বের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। IUCN-এর কাজের মধ্যে রয়েছে:
২) ত্রিশ বছর ব্যাপী যুদ্ধের অবসান ঘটে – পিস অব ওয়েস্টফেলিয়া চুক্তি দ্বারা (1648)
ত্রিশ বছর ব্যাপী যুদ্ধ ছিল ১৬১৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত ইউরোপে সংঘটিত একটি যুদ্ধ। এই যুদ্ধে ইউরোপের অনেক দেশ অংশগ্রহণ করেছিল। যুদ্ধের অবসানে ১৬৪৮ সালে পিস অব ওয়েস্টফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ইউরোপে শান্তি প্রতিষ্ঠিত হয়।
৩) এসডিজি গোল কয়টি? – ১৭টি
এসডিজি হলো Sustainable Development Goals-এর সংক্ষিপ্ত রূপ। এগুলি হলো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য। এসডিজিগুলি ২০১৫ সালে গৃহীত হয়েছিল। এসডিজিগুলির লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলি সমাধান করা। এসডিজিগুলি হলো:
৪) মার্কিন তালেবান চুক্তি হয় কবে ? – ৯ ফেব্রুয়ারি ২০২০
মার্কিন তালেবান চুক্তি হলো ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবান ইসলামিক মুক্তি ফ্রন্টের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি। এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ২০ বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে পরিচালিত যুদ্ধ থেকে সরে আসতে সম্মত হয়। চুক্তির শর্তাবলী হলো:
৫. গ্লোবাল ভ্যাকসিন সামিট ছিলো ২০২০ সালের ৪ জুন অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছিলো এবং তারা COVID-19 মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন উন্নয়ন, উৎপাদন এবং বিতরণকে ত্বরান্বিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলো।
৬. WIPO হলো World Intellectual Property Organization-এর সংক্ষিপ্ত নাম। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বৌদ্ধিক সম্পদ অধিকারের সুরক্ষার জন্য কাজ করে।
৭. ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ NAM সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেছিলেন। এই সম্মেলনে NAM দেশগুলি বিশ্ব শান্তি, সমতা এবং উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলো।
৮. কার্টাজেনা প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা জৈব নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিধান করে। এই চুক্তিটি ২০০০ সালে স্বাক্ষরিত হয়েছিলো।
৯. ব্রিটন উডস ইনস্টিটিউট হলো দুটি আন্তর্জাতিক সংস্থার সমষ্টি: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংক। এই সংস্থাগুলি ১৯৪৪ সালে ব্রিটন উডস, নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত একটি সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছিলো।
১০. কিয়োটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করার জন্য বিধান করে। এই চুক্তিটি ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয়েছিলো এবং ২০০৫ সালে কার্যকর হয়েছিলো।
১১. ভারতের সিভিল সার্ভিস দিবস হলো ২১ এপ্রিল। এই দিনটি ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মরণে পালিত হয়।
১২. ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। এই সম্মেলনে দুটি দেশ ৭টি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলো।
১৩. ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ হয়েছিলো। এই সংঘর্ষে আজারবাইজান আর্টসাখ প্রজাতন্ত্রের দখলকৃত অঞ্চলগুলি দখল করে নেয়।
১৪. A Passage to India হলো ইংরেজ লেখক ই. এম. ফোস্টারের ১৯২৪ সালে প্রকাশিত একটি উপন্যাস। এই উপন্যাসটি ভারতের কলকাতায় বসবাসরত ইংরেজ এবং ভারতীয়দের জীবনের উপর কেন্দ্রীভূত।
১৫. ২০২২ সালের ১৫ই সেপ্টেম্বর সৌদি আরব ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এটি মধ্যপ্রাচ্যে একটি ঐতিহাসিক ঘটনা।
১. সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা – ধর্মপাল।
সোমপুর বিহার হলো বাংলাদেশের একটি ঐতিহাসিক বৌদ্ধ বিহার। এটি নাটোর জেলার সদর উপজেলার পাহাড়পুরে অবস্থিত। সোমপুর বিহারটি পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (৭৮১-৮২১) অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীর প্রথম দিকে নির্মাণ করেছিলেন। সোমপুর বিহারটি ছিল বাংলার প্রাচীনতম এবং বৃহত্তম বৌদ্ধ বিহার। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম বৌদ্ধ বিহার। সোমপুর বিহারটিতে একটি বৌদ্ধ মন্দির, একটি মহাবিহার, একটি ছাত্রাবাস, একটি লাইব্রেরি, একটি খামার এবং একটি জলাধার ছিল। সোমপুর বিহারটি ছিল বাংলার বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। এটি ছিল বাংলার বৌদ্ধদের পবিত্র স্থান। সোমপুর বিহারটি ১৯৭৫ সালে UNESCO-এর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
২. বাঙালি উপভাষা অঞ্চল – বরিশাল ( বাংলা অংশ)।
বাংলা ভাষার তিনটি প্রধান উপভাষা অঞ্চল হলো:
৩. বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত -১৩৭।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (PSC) হলো বাংলাদেশের একটি স্বায়ত্বশাসিত সংস্থা। এটি বাংলাদেশের সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। PSC-এর প্রধান কাজ হলো বাংলাদেশের সরকারি চাকরির জন্য প্রার্থীদের বাছাই করা। PSC-এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
৪. ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস পালিত হত – ১১ মার্চ।
১৯৪৮ সালের ১১ মার্চ, ঢাকায় অনুষ্ঠিত এক জনসভায় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথমবারের মতো আন্দোলন হয়। এই আন্দোলনটিই পরবর্তীতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রূপ নেয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, ঢাকায় অনুষ্ঠিত এক ছাত্র মিছিলে পাকিস্তানি পুলিশ গুলি চালায়। এই গুলিতে সালাম, রফিক, বরকত ও জব্বারসহ সাতজন ছাত্র-যুবক নিহত হন। এই ঘটনার পর বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৫৪ সালের ২১ ফেব্রুয়ারি, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। এই দিনটিকে বাংলাদেশে ভাষা দিবস হিসেবে পালিত হয়।
৫. দেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার বেশি – স্বাস্থ্য ও সামাজিক সেবা।
২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের জাতীয় আয়ে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে প্রবৃদ্ধির হার ছিল ১০.৮%। এই খাতে প্রবৃদ্ধির হার অন্যান্য খাতগুলির তুলনায় বেশি। স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষার মান উন্নতি হয়েছে।
৬. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকা – জয় বাংলা।
জয় বাংলা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের মুখপাত্র।
৭) জাতীয় জনসংখ্যা দিবস – ২ ফেব্রুয়ারি।
৮) Concert for Bangladesh কোথায় অনুষ্ঠিত হয় – নিউইয়র্কে।
৯) ঢাকা গেট এর নির্মাতা – মীর জুমলা।
১০) ষড়ঋতুর ক্রম – গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
১১) খসড়া সংবিধান সর্বপ্রথম ১৯৭২ সালের কত তারিখে উত্থাপিত হয় – ১২ অক্টোবর।
১২) September on Jessore Road written by – Allen Ginsberg.
১৩) মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠা – ১৯৯৬।
১৪) বঙ্গভঙের ফলে সৃষ্ট নতুন প্রদেশ – পূর্ববঙ্গ ও আসাম।
১৫) রাষ্ট্রভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – তমদ্দুন মজলিস।
১৬) দেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান – BADC ।
১৬) মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র – হুলিয়া।
১৮) যমুনার উপনদী – তিস্তা।
১৯) কৃষিক্ষেত্রে রবি মৌসুম – কার্তিক থেকে ফাল্গুন।
২০) সাবাশ বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি – নিতুন কুণ্ডু।
২১) ব্রিটিশ কৃষি বিপ্লব সংঘটিত হয় – উনবিংশ শতাব্দী।
২২) দেশের ১ম সামুদ্রিক গ্যাসক্ষেত্র – সাঙু ভ্যালি।
Here are the 20 questions from the 42nd BCS English section, along with their correct answers and explanations:
Correct Answer: (a) E. M. Forster
Explanation: E. M. Forster was an English novelist, essayist, and short-story writer. He is best known for his novels A Passage to India (1924) and Howards End (1910).
Correct Answer: (b) Boris Pasternak
Explanation: Boris Pasternak was a Russian poet, novelist, and translator. He is best known for his novel Doctor Zhivago (1957), which won the Nobel Prize in Literature in 1958.
Correct Answer: (b) Alen Ginsberg
Explanation: Alen Ginsberg was an American poet, writer, and peace activist. He is best known for his poem “Howl” (1956), which is considered a classic of the Beat Generation.
Correct Answer: (d) Rabindranath Tagore
Explanation: The line “For God’s sake hold your tongue and let me love” occurs in the novel Ghare-Baire (1916) by Rabindranath Tagore. The novel is about a young man who falls in love with a woman from a different social class.
Correct Answer: (a) He advised him to see a doctor.
Explanation: The indirect form of the sentence “He said, “You had better see a doctor” is “He advised him to see a doctor.” The indirect form of a sentence changes the direct speech into reported speech. In reported speech, the pronouns and tenses are changed to reflect the speaker’s point of view.
Correct Answer: (a) deer
Explanation: The word “deer” is the only word in the options that remains the same in plural form. The plural form of “deer” is “deer.”
Correct Answer: (d) proceeds
Explanation: The correct plural form of the word “proceeds” is “proceeds.” The plural form of the word “information” is “information.” The plural form of the word “scenario” is “scenarios.” The plural form of the word “furniture” is “furnitures.”
Correct Answer: (b) to sterilize it
Explanation: The word “doctor” can have two meanings. It can mean “to treat a person or animal for an illness or injury.” It can also mean “to sterilize something.” In the context of the question, the word “doctor” means “to sterilize something.”
Correct Answer: (b) participle
Explanation: The word “flying” in the sentence “Look at the flying bird” is a participle. A participle is a verb form that can be used as an adjective or an adverb. In the sentence, the word “flying” is used as an adjective to describe the bird.
Correct Answer: (c) that
Explanation: The determiner in the sentence “Bring me that book” is the word “that.” A determiner is a word that comes before a noun to indicate its quantity, number, or kind. In the sentence, the word “that” indicates that the book is specific.
Correct Answer: (c) a substance used in making perfume
Explanation: The word “musk” can have two meanings. It can mean “a strong-smelling substance produced by certain animals.” It can also mean “a perfume made from this substance.” In the context of the question, the word “musk” means “a strong-
12.Would you please find out Bangladesh —the map
13.What is the function of a topic sentence?
14.Giving someone the cold shoulder means-
15.If I were you,I—take the money.
16.Liza had given me two-
17. Go and catch the falling star. Here ‘falling is a-
18. Identify the correctly spelled word-
19. Ice:coldness::Earth:-
20. Hasan has read most of Shakespeare.
৪২তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলি মোটামুটি সহজ ছিল। তবে কিছু প্রশ্ন ছিল যা একটু কঠিন ছিল। পরীক্ষায় ভাল ফলাফল করতে হলে আপনাকে অবশ্যই বিগত বছরের বিসিএস প্রশ্নের সমাধান দেখে নিতে হবে। এছাড়াও আপনি বিভিন্ন বই এবং সফটওয়্যার থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।
৪২তম বিসিএস পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি সরকারি চাকরি পেতে পারেন। তাই বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে গুরুত্ব সহকারে। আমাদের ওয়েবসাইটে ৪২তম বিসিএস প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়েছে। আপনি এই সমাধানগুলি দেখে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতিতে সাহায্য করতে পারেন।
Ministry of Railways (MOR) Question Solution 2021 পদের নামঃ অফিস সহায়ক... আরো পড়ুন
১০তম বিসিএসের প্রশ্ন ও সমাধানের পিডিএফ ডাউনলোড করুন DOWNLOAD HERE ... আরো পড়ুন
২২ তম বিসিএস প্রশ্ন সমাধান pdf | BCS Question Answer: প্রিয়... আরো পড়ুন
প্রতিষ্ঠানের নামঃ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরীক্ষার তারিখঃ ০২ ফেব্রুয়ারি ২০২৩ পদের নাম:... আরো পড়ুন
পদের নাম: ক্যাশিয়ার/স্টোর কিপার + স্টোর কিপার + ক্যাশিয়ার ইংরেজি অংশ... আরো পড়ুন
৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান | 43th BCS Question Solution: বিসিএস... আরো পড়ুন