বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
বাংলাদেশ সিভিল সার্ভিস এর সংক্ষিপ্ত রূপ বিসিএস নামে সর্বাধিক পরিচিতি।
BCS হলো বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস। বিসিএস মুলত পুর্বে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে ছিল। স্বাধীনতার পর থেকে এটি সিভিল সার্ভিস অধ্যাদেশের দ্বারা বাংলাদেশ সিভিল সার্ভিস হিসাবে চলমান আছে। বিসিএস মূলনীতি ও পরিচালনা পরিষদ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হয়। বাংলাদেশে বিসিএস এর ক্যাডার সংখ্যা হল ২৭ টি। নিম্নে বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি এবং বর্তমানে বিসিএস ক্যাডার সংখ্যা কত তা দেয়া হয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি
সিভিল সার্ভিস (BCS) হচ্ছে সরকারী প্রথম শ্রেণীর চাকুরি। যে কোন দেশে সরকারী চাকুরি মোটামুটি দু ভাগে বিভক্তঃ এক.মিলিটারি ২. সিভিল। মিলিটারি বলতে আর্মি,নেভি, এয়ারফোর্স বোঝায়, আর সিভিল সার্ভিস বলতে প্রশাসন (মানে যাঁরা ম্যাজিস্ট্রেট, জেলার ডিসি, মন্ত্রনালয়ের সচিব এসব হন), পুলিশ, ট্যাক্স , পররাষ্ট্র, কাস্টমস ,অডিট , শিক্ষা ইত্যাদি ২৭টি সার্ভিসকে বোঝায়।
বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা মোট ২৭ টি। বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) বর্তমানে বিলুপ্ত হওয়ায় বর্তমান ক্যাডার সংখ্যা ২৬ টি হতে পারে। বাংলাদেশ গেজেটে ১৩ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হয়। আজ পর্যন্ত বর্তমানে বাংলাদেশে ১৪ টি সাধারণ ও ১২ টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬ টি ক্যাডার রয়েছে।