আজ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ইংরেজি সাহিত্য বাংলায় শুনে অনেকেই হাস্যকর বলে মনে করবেন, সেটা আমরা জানি; কিন্তু পশ্চিমবঙ্গের বহুসংখ্যক ছাত্র-ছাত্রী বাংলা মিডিয়ামে বাংলা গাইড বুক নিয়ে ইংরেজি পড়ে যখন ইংরেজি সাহিত্য পড়তে আসে তখন ইংরেজি সাহিত্য কে ভয় পান তার কারণ ছাত্র-ছাত্রীদের বুঝতে একটু অসুবিধা হয়। তাই সেই সকল ছাত্র-ছাত্রীদের জন্য ইংরেজি সাহিত্য কে বোঝার সুবিধার্থে উভয় দূরীকরণের উদ্যোগে ইংরেজি সাহিত্যের ইতিহাসকে বাংলায় তুলে ধরার চেষ্টা করা হলো।
প্রথমেই বলি, ইংরেজি সাহিত্যের পরিধি অনেক অনেক বড়।এরপর ইংরেজি সাহিত্যের প্রতি ছাত্র-ছাত্রীদের প্রথম থেকেই একটি ভীত ধারণা হয়েই থাকে ইংরেজি সাহিত্য খুবই কঠিন। তবে মনে রেখো কঠিন ততক্ষনই লাগবে যতক্ষণ না নিজে আয়ত্ত করতে পারছেন।ইংরেজি সাহিত্য কে বুঝতে গেলে আপনাকে HISTORY OF ENGLISH LITERATURE দিয়ে শুরু করতে হবে।
HISTORY OF ENGLISH LITERATURE
১. ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ ও মনে রাখার কৌশল
২. প্রত্যেকটি যুগের গুরুত্বপূর্ণ লেখক ও তার সাহিত্যিক কাজ
৩.গুরুত্বপূর্ণ ক্যারেক্টার
৪. কালাক্রমিক ঐতিহাসিক সাল বিবরণ (Chronological Historical Events)
৫. সাহিত্যিক শব্দ তালিকা (Literary Vocabulary)
ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ
মনে রাখুন এভাবেঃ OMR N ROVI MP (বাংলায়ঃ ওমর এন্ড রভি এমপি)
ENGLISH > OMR NeRVious M For PM
১. O দিয়ে old English period (450-1066).
২. M দিয়ে Middle period (1066-1500).
৩. R দিয়ে Renaissance period (1500-1660)
৫. RO দিয়ে Romantic period (1798-1832)
৬. VI দিয়ে Victorian period (1832-1901).
৭. M দিয়ে Modern period (1901-1939).
৮. P দিয়ে Post modern period (1939-Onwards)
১. Anglo Norman age
২. The age of Chaucer
৩. Barren age
মনে রাখুন এভাবেঃ ABC বা ACB
এবার মনে রাখুন এই বাক্যটি, ‘মিডলযুগের ইংরেজরা abc ধারাবাহিক ভাবে না পড়ে উল্টিয়ে ACB পড়ত।
১. A দিয়ে Anglo Norman age(1066-1350).
২. C দিয়ে The age of Chaucer (1350-1400)
৩. আর B দিয়ে Barren age(1400-1485).
এই যুগের প্রস্তুতিটা ছিল ৫৮ বছর। অর্থাৎ ১৫০০-১৫৫৮ পর্যন্ত ছিল Preparation for the Renaissance।
১. Elizabethan (1558-1603) (এলিজাবেথীয় যুগ)
২. Jacobean (1603 – 1625) (জেকবীয় যুগ), (1590-1616=Age of Shakespeare)
৩. Caroline (1625-1649) (ক্যারোলীয় যুগ)
এবার মিলিয়ে নিনঃ
‘এলে যে কাকু’
এলে = Elizabethan(1558-1603)
যে ⇒ Jacobean(1603-1625)
কা = Caroline (1625-1649)
কু = Commonwealth(1649-1660)
Eli = Elizabethan
Ja = Jacobean
Ca = Caroline
Co = Commonwealth
এর অর্থ হল নব্য সনাতনী। একটি শব্দ মনে রাখুন RAJ আর ভাল করে মনে রাখার জন্য এই বাক্যটি মুখস্থ রাখুন, নব্য সনাতনীদের RAJ ছিল পোপ
পঞ্চমঃ রোমান্টিক যুগের কবিরা একবারই প্রেম করত। অর্থাৎ, এই যুগের কোন প্রকার
এই যুগ মনে রাখতে শুধু PA শব্দটি মনে রাখুন। আরও ক্লিয়ার হতে,
“রাণী ভিক্টোরিয়ার PA ধরে সালাম কর।’ বাক্যটি মনে রাখুন।
বাংলা,আরবিসহ অন্যান্য অনেক ভাষার আধুনিক যুগ এখন চললেও ইংরেজি সাহিত্যের আধুনিক
যুগ শেষ হয়ে গেছে। এই যুগ দুই ভাগে বিভক্ত। EG বা এগ বা ডিম। শব্দটি মনে রাখুন
আধুনিক যুগের ইংরেজরা EG বানানের একটা G কে ডিম বানিয়ে খেয়ে ফেলেছে।
এখন,
আশা করছি, ইংরেজি সাহিত্যের ইতিহাসকে এইভাবে মনে রাখলে বুঝতে ও মনে রাখতে অনেক সুবিধা হবে। এতে ছাত্র-ছাত্রীদের ইংরেজি সাহিত্যের প্রতি ভয় দূর হবে।
Gerund & Participle চেনার বিভ্রান্তির সমাধান (৫ টি নিয়মের বিস্তারিত) নিয়ম... আরো পড়ুন
ইংলিশ গ্রামার (Connector/Linking Words) Link অর্থ যুক্ত করা। Linker অর্থ যুক্তকারী।... আরো পড়ুন
Homonymous writing:/some confusing literary works.(সমজাতীয় সাহিত্য, কিন্তু লেখক ভিন্ন:. 1#a.Troilus and... আরো পড়ুন
➤Rule-1 ⇨শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K... আরো পড়ুন
Use of the right form of verbs- ৫০ টি গুরুত্বপূর্ণ নিয়ম... আরো পড়ুন
০১) Amicable ( বন্ধুত্বপূর্ণ )➫ Friendly . ০২) Indigent ( অভাবী... আরো পড়ুন