আজ শনিবার ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News

৪৫ তম বিসিএস সিলেবাস ও মানবন্টন | 45th BCS Syllabus

  • BCS
  • ১৭ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৩ পূর্বাহ্ণ
  • 695 views

    প্রিয় বিসিএস পরীক্ষার্থী আজ আমি তোমাদের সাথে বিসিএস সিলেবাস এর মধ্যে কি কি আছে এবং কীভাবে তার মানবন্টন করা হয়‌ তা শেয়ার করব । (45 the BCS Syllabus)

    বিসিএস এর পরীক্ষায় দুইটি ধাপ রয়েছে

    • ১, প্রিলিমিনারি পরীক্ষা
    • ২, ভাইভা পরীক্ষা

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বর

    • ২০০ টি MCQ এর জন্য সময় থাকবে ২ ঘন্টা এবং পরীক্ষা হবে ২০০ নম্বর এর উপর।
    • প্রতিটি ভূল উত্তরের জন্য ০,৫০ নম্বর কেটে যাবে।

    বিসিএস পরীক্ষায় ১০ টি বিষয় এর উপর মোট ২০০ নম্বর এর প্রশ্ন থাকে।

    ১, বাংলা ভাষা ও সাহিত্য মার্ক থাকবে ৩৫ নম্বর,

    ২, English Language and Literature মার্ক থাকবে ৩৫ নম্বর,

    ৩, বাংলাদেশ বিষয়াবলী মার্ক থাকবে ৩০ নম্বর,

    ৪, আন্তর্জাতিক বিষয়াবলী মার্ক থাকবে ২০ নম্বর,

    ৫, সাধারণ বিজ্ঞান মার্ক থাকবে ১৫ নম্বর,

    ৬, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি মার্ক থাকবে ১৫ নম্বর,

    ৭, গানিতিক যুক্তি মার্ক থাকবে ১৫ নম্বর,

    ৮, মানসিক দক্ষতা ১৫ নম্বর,

    ৯, ভূগোল পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা ১০ নম্বর,

    ১০, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১০ নম্বর,

    এই হল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন।

    বিসিএস পরীক্ষা দিতে কি কি যোগ্যতা প্রয়োজন?

    বিসিএস সিলেবাস
    বিসিএস সিলেবাস

    বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

    বাংলা ভাষা ও সাহিত্য ৩৫ নম্বর,

    বাংলা ভাষা ও সাহিত্য এর মধ্যে যা যা থাকবে বিসিএস পরীক্ষায়

    ভাষা থেকে অর্থাৎ মার্ক থাকবে ১৫ ।

    প্রয়োগ, অপপ্রয়োগ, বানান, ও বাক্য শুদ্ধি,পরিভাষা,সমার্থক, ও বিপরীতার্থক শব্দ,ধ্বনি,বর্ণ,শব্দ, পদ,প্রত্যয়,সন্ধি, সমাস এইসব বিষয় নিয়ে ভাষা থেকে আসবে বিসিএস পরীক্ষায়।

    • সাহিত্য মার্ক থাকবে ২০
    • প্রাচীন ও মধ্যযুগ মার্ক থাকবে ০৫
    • আধুনিক যুগ ও বর্তমান ১৫

    BCS Exam English Language and Literature মার্ক ৩৫

    Language এর উপর থাকবে ২০ মার্ক।

    Language এর মধ্যে নিচের বিষয়গুলো মধ্যে থেকে প্রশ্ন আসবে।

    • Parts of Speech
    • ldioms
    • Pharse
    • Clauses, corrections,
    • Sentence, Transformation, Words.
    • Composition

    Literature 15 মার্ক থাকবে।

    বিসিএস পরীক্ষায় বাংলাদেশ বিষয় এর ৩০ মার্ক থাকে।

    বাংলাদেশ বিষয় এর উপর যে যে বিষয় থেকে প্রশ্ন আসে তা আপনাদের সাথে একটু শেয়ার করব।

    ১, বাংলাদেশ জাতীয় বিষয়াবলী মার্ক থাকবে ০৬

    ২, বাংলাদেশ কৃষি সম্পদ মার্ক থাকবে ০৩

    ৩, বাংলাদেশ জনসংখ্যা ও আদমশুমারি মার্ক থাকবে ০৩

    ৪, বাংলাদেশ অর্থনীতি মার্ক থাকবে ০৩

    ৫, বাংলাদেশ শিল্প ও বানিজ্য মার্ক ০৩

    ৬, বাংলাদেশের সংবিধান মার্ক ০৩

    ৭, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা মার্ক থাকবে ০৩

    ৮, বাংলাদেশ এর সরকার ব্যবস্থা মার্ক থাকবে ০৩

    ৯, বাংলাদেশ এর জাতীয় অর্জন ও অন্যান্য মার্ক ০৩

    অর্থাৎ ০৩ মার্ক এর জন্য তিনটি ছোট প্রশ্ন থাকবে।

    বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী মার্ক থাকবে ২০

    ১, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা,ভূ রাজনীতি মার্ক থাকবে ০৪ ।

    ২, আন্তর্জাতিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক মার্ক থাকবে ০৪ ।

    ৪, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ মার্ক থাকবে ০৪ ।

    ৫, আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও রাষ্তি মার্ক থাকবে ০৪ ।

    ৬, আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনীতি মার্ক থাকবে ০৪ ।

    অর্থাৎ মোট ২০ নম্বর এর উপর ছোট প্রশ্ন থাকবে ।

    বিসিএস পরীক্ষায় সাধারন বিজ্ঞান মার্ক ২০

    ১, ভৌত বিজ্ঞান মার্ক থাকবে,০৫ ।

    ২, জীব বিজ্ঞান ,০৫ ।

    ৩, আধুনিক বিজ্ঞান ,০৫ ।

    সাধারন বিজ্ঞানের প্রশ্নগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞানের অভিজ্ঞতার আলোকে অর্জিত সাধারণ উপলদ্ধি থেকে করা হবে । এক্ষেত্রে বিসিএস যারা পরীক্ষার্থী তাদের কে একটু খেয়াল করলেই এই প্রশ্ন গুলোর উত্তর দিতে সহজ হবে ।

    BCS Exam Computer ও তথ্য প্রযুক্তি ।

    Computer এ থাকবে ১০ মার্ক ।

    তথ্যপ্রযুক্তি ০৫ মার্ক।

    কম্পিউটার এর মধ্যে কম্পিউটার এর অঙ্গসংগঠন , দৈনন্দিন জীবনে কম্পিউটার , কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকবে ।

    তথ্যপ্রযুক্তি : ই কমার্স , সেলুলার ডাটা নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক ,নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি , তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান তাদের সেবা বা তথ্য সমূহ ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হবে ।

    গানিতিক যুক্তি মার্ক থাকবে ১৫ ।

    ক, পাটিগনিত মার্ক থাকবে ০৩ ।

    খ, বীজগনিত মার্ক থাকবে ০৬ ।

    গ, জ্যামিতি মার্ক থাকবে ০৬ ।

    ঘ, পরিসংখ্যান ও অন্যান্য মার্ক থাকবে ০৩ ।

    বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষা থাকবে ৯০০ নম্বর এর।

    যে সকল পরীক্ষার্থী‌ বিসিএস প্রিলিমিনারিতে পাশ করবে শুধু তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

    • বিসিএস মানসিক দক্ষতা থেকে ১৫ নম্বর।
    • ভূগোল পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা থেকে ১০ নম্বর ।
    • নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন থেকে ১০ নম্বর

    এই হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ২০০ নম্বর এর সিলেবাসে।
    যে সকল পরীক্ষার্থী‌ বিসিএস প্রিলিমিনারিতে পাশ করবে তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

    বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও নিয়ম

    বিসিএস লিখিত পরীক্ষায় ৯০০ নম্বর থাকে সাধারন ক্যাডার:

    • পররাষ্ট্র,
    • এডমিন,
    • পুলিশ, কর,
    • ইকোনমিক,
    • অডিট,
    • তথ্য,
    • ডাক,
    • সমাজসেবা,
    • পরিবার পরিকল্পনা,

    সেগুলোতে সকল বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবেন এবং তা ৯০০ নম্বর এর মার্ক এর মধ্যে।

    • সাধারণ ক্যাডার এর ক্ষেত্রে বিষয়ভিত্তিক মানবন্টন
    • ১, বাংলা মার্ক থাকবে ২০০ সময় থাকবে ৪ ঘন্টা।
    • ২, English মার্ক থাকবে ২০০ সময় থাকবে ৪ ঘন্টা।
    • ৩, বাংলাদেশ বিষয়াবলী মার্ক থাকবে ২০০ সময় থাকবে ৪ ঘন্টা।
    • ৫, আন্তর্জাতিক বিষয়াবলী মার্ক থাকবে ১০০ সময় থাকবে ৩ ঘন্টা।
    • ৬, গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতা মার্ক থাকবে ১০০ সময় ৩ ঘন্টা।
    • ৭, বিজ্ঞান ও প্রযুক্তি মার্ক থাকবে ১০০ সময় থাকবে ৩ ঘন্টা।

    অর্থাৎ ২০০ নম্বর এর জন্য সময় থাকবে ৪ ঘন্টা।১০০ নম্বর এর জন্য সময় থাকবে ৩ ঘন্টা।

    লিখিত পরীক্ষায় ৯০০ নম্বর।
    পাস নম্বর ৫০% অর্থাৎ ৪৫০ নম্বর পেলে আপনি ভাইভা পরীক্ষার জন্য সিলেক্ট হবেন। অর্থাৎ বিসিএস এ লিখিত পরীক্ষায় ৪৫০ নম্বর পেলে আপনি ভাইভার জন্য প্রস্তুত হবেন। তবে কোন বিষয়ে ৩০% এর কম নম্বর পেলে আপনি কোন নম্বর পাননি বলে বিবেচিত হবেন বা ৩০% এর নিচের নম্বর গুলো যোগ হবে না।

    বিসিএস ভাইভা পরীক্ষার নিয়ম

    লিখিত পরীক্ষায় পাশ করলে আপনাকে ভাইভার জন্য ডাকা হবে। ভাইভা পাশ নম্বর হচ্ছে ১০০ । ভাইভা পাশ করলে তখন লিখিত ও ভাইভা নম্বর যোগ করে মেধাক্রম করা হয়। মেধাক্রম ও চয়েজ যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে ক্যাডার পাবেন , না পেলে নন ক্যাডার ।নন ক্যাডার এ ১ম শ্রেনী , গেজেটেড/ নন গেজেটেড ও ২য় শ্রেনীর চাকরি দেয়া হয় । উল্লেখ্য ৫৫% পদ কোটাওলাদের জন্য রেখে বাকি ৪৫% পদগুলো সাধারণ প্রার্থীদের মেধাক্রম অনুসারে দেওয়া হয়।আর এই ৫৫% কোটাদের মধ্যে ৩০% মুক্তিযোদ্ধা কোটা।১০% মহিলাদের জন্য।৫% উপজাতিদের জন্য।১০% জেলা বিভাগ ভিত্তিক কোটা।

    আর যারা সাধারণ ক্যাডার ও প্রফেশনাল ক্যাডার দুটি ই ক্যাডার চয়েজ দিয়েছেন তাদের উপরের ৯০০ নম্বর এর সাথে নিজের পঠিত বিষয়ে ২০০ নম্বর এর পরীক্ষা দিতে হবে।

    বিসিএস প্রফেশনাল ক্যাডার

    বিসিএস প্রফেশনাল ক্যাডার এ মার্ক থাকবে ৯০০ নম্বর ।

    ডাক্তার, ইন্জিনিয়ার,শিক্ষক, কৃষি, মৎস্য এর ক্ষেত্রে সংরক্ষিত।
    যারা প্রফেশনাল ক্যাডার দিবেন তারা তাদের পঠিত বিষয়ের উপর ২০০ নম্বর এর পরীক্ষা দিতে হবে।

    বিসিএস প্রফেশনাল ক্যাডার এ লিখিত পরীক্ষার মানবন্টন:

    • ১, বাংলা ১০০ নম্বর সময় থাকবে ৩ ঘন্টা।
    • ২, English ২০০ নম্বর সময় থাকবে ৪ ঘন্টা।
    • ৩, বাংলাদেশ বিষয়াবলী ২০০ নম্বর সময় থাকবে ৪ ঘন্টা।
    • ৪, আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ নম্বর সময় থাকবে ৩ ঘন্টা।
    • ৫, গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ নম্বর সময় থাকবে ৩ ঘন্টা।

    এই হলো মোট ৯০০ নম্বর লিখিত পরীক্ষায় এবং ভাইভা হলো ২০০ নম্বর ।

    বিসিএস পরীক্ষায় সাধারণ ক্যাডার ক্ষেত্রে লিখিত ও ভাইভা পরীক্ষার নম্বর যোগ করে মেধাক্রম তৈরি করা হয় এবং প্রফেশনাল ক্যাডার এর ক্ষেত্রে লিখিত ও ভাইভা পরীক্ষার নম্বর এর সাথে নিজের পঠিত বিষয়ের নম্বর যোগ করে মেধাক্রম তৈরি করা হয়।

    প্রিয় বিসিএস পরীক্ষার্থী এবং আগামী প্রজন্মের বিসিএস পরীক্ষা দিতে আশাবাদী শিক্ষার্থী আবার যেকোন চাকুরী প্রত্যাশাবাদীরা একটি কথা মাথায় রাখবেন যেকোন ফল পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়।

    এই হলো বিসিএস পরীক্ষার সিলেবাসে ও মানবন্টন।জানিনা আপনাদের কতটুকু দিতে সক্ষম হলাম ভূল হলে কমেন্ট করবেন।

    বিসিএসের প্রস্তুতি নিতে এই গ্রুপে জয়েন করুন

    https://www.facebook.com/groups/572838507707881/

    বিসিএস প্রস্তুতি: ১৮ বছরের অভিজ্ঞতা থেকে দেওয়া পরামর্শ।

    নিসুজ্জামান স্যারঃ আমি ১৮ বছর ধরে BCS Confidence এ পড়াই। তাছাড়া... আরো পড়ুন

    অনার্স পাশ না করেও বিসিএস পুলিশ ক্যাডার!

    ফয়সাল তানভীর। পড়া’শোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যা*লয়ের english and american literature এ। ৩৮তম... আরো পড়ুন

    স্বামীর প্রেরণায় বিসিএস ক্যাডার হলেন জিনিয়া

    সাফল্যে মোড়ানো এখন জিনিয়া। বলছিলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য... আরো পড়ুন

    BCS লিখিত প্রস্তুতির সেরা বুকলিস্টঃ আব্দুল্লাহ আল বাকী (BCS প্রশাসন)

    ★বাংলা: ১। অ্যাসিওরেন্স/ওরাকল বাংলা গাইড ২। লাল নীল দীপাবলি (প্রাচীন ও... আরো পড়ুন

    বিসিএসের বই পড়াই সব নয়: আরো কিছু জানতে হবে

    ছোটবেলা থেকে ক্যাডার সার্ভিসের প্রতি বাবার আগ্রহ ও উৎসাহের কথা শুনে... আরো পড়ুন

    ৪৩ তম বিসিএস প্রিলির প্রশ্নে ও সমাধান

    বাংলা সাহিত্য সামাধান ১। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • Simple Complex এবং Compound Sentence
  • Narration এর নিয়ম সমূহ।
  • সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান
  • বাংলাদেশ সম্পর্কে মোট ১০০ টি সাধারন জ্ঞান
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩১ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়-২) পরীক্ষার তারিখঃ ৩০ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩০ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২২ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : ঢাকা ১২০০
    হটলাইন নাম্বার : ০১৯১০-৪৮৩৪১১, ০১৭১১-৬২০৬১৯
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব