আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
NSI সুযোগ-সুবিধা, চ্যালেন্জ ও পরীক্ষার প্রস্তুতি: আল্লাহর অশেষ রহমতে গতবার সহকারী পরিচালক পদে আমি রিটেনে কোয়ালিফাই করে ভাইভার জন্য মনোনীত হয়েছিলাম। যদিও পরে আর ভাইভা দেওয়া হয়নি। ভাইভা দিব কি দিব না এই সিদ্ধান্ত নেওয়া জন্য বিভিন্ন সিনিয়রদে সাথে যোগাযোগ করি। বর্তমানে কর্মরত বেশ কয়েকজন সহকারী পরিচালকের সাথে আমার কথা হয়। সুতরাং নিচের তথ্যগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা + বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লিখা।
কাজ: মাতৃভূমির সেবা করার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করার অপুর্ব সুযোগ। আপনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত থাকবেন। সমাজের নানা অনিয়ম সম্পর্কে রাষ্ট্রকে অভিহিত করা হবে আপনার কাজ। যাদের ডেস্ক জব কম পছন্দ তাদের জন্য এটা এক অসাধারণ জব। সবচেয়ে বড় কথা আপনি একেবারে কাছ থেকে দেশের সেবা করার সুযোগ পাবেন। আপনার মূল কাজ হবে গোপনে তথ্য সংগ্রহ করা। সহকারী পরিচালকের আন্ডারে ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার ও ফিল্ড স্টাফরা সরজমিন থেকে তথ্য সংগ্রহ করবেন। সহকারী পরিচালক লেভেলের অফিসারেরা সেসব তথ্য যাচাই-বাছাই করে উপরে পাঠাবেন। সুতারং ফিল্ড অফিসার থেকে নিচের দিকে যারা থাকবেন উনাদের কাজ হবে ফিল্ড লেভেলে।
সুযোগ সুবিধা: ১. পাওয়ার: আপনার উঠা বসা থাকবে সমাজের উপরের স্তরের লোকদের সাথে। সমাজের সবাই আপনাকে সম্মান করবে। (সাবেক এক সহকারী পরিচালকের মন্তব্য এমন “প্রথম ৭-১০ বছর আপনি একে বারে আকাশে উড়ার মত অবস্হায় থাকবেন”)। ক্ষমতা মানুষের জন্মগত চাহিদা। সো এখানে সেটা পাবেন। আপনি হবেন সকলের মধ্যমনি। আপনার কয়েক জেনারেশন আপনার পরিচয় দিয়ে সমাজের নানারকম হয়রানি থেকে বেঁচে যাবে। ২. সম্মানি: ৯ম গ্রেড+ প্রায় ৮-১০ টাকার নানারকম এলাউন্স+ রেশন ৩. প্রমোশন: খুব সহজেই Joint Director (৫ম গ্রেড) হতে পারবেন। উপরের দিকে বিভিন্ন সামরিক বাহিনীর অফিসার থাকতে পারেন। ৫. বিদেশে ট্রেনিংয়ের সুবিধা: আশা করা যায় বিদেশে নানা রকম ট্রেনিংয়ের সুবিধা পাবেন। ৬. রাস্ট্রিয় অনুষ্ঠানে অংশ গ্রহণ: একজন উপপরিচালক (একটা প্রমোশন পাওয়ার পরেই) সাধারণত জেলার হেড। তখন আপনি জেলা পর্যায়ে জাতীয় দিবস গুলোতে ডিসি ও এসপির সাথে বিভিন্ন পোগ্রামে অংশ গ্রহণ করবেন।
চ্যালেন্জ: ১. সহকারী পরিচালক লেভেলে রাত বিরাতে মাঠে থাকতে না হলেও যারা মাঠ পর্যায়ে কাজ করবে তাদের খোঁজ খবর নিতে হবে। ২. ছুটি: অনন্য চাকরির তুলনায় কিছুটা কম। কোন অবস্থায় না জানিয়ে কর্মস্হল ত্যাগ করা যাবেনা। নির্দিষ্ট ফরমালিটিস বজায় রেখে ছুটি পাবেন। ৩. পোস্টিং: আপনার পোস্টিং প্রাইম মিনিস্টার অফিস থেকে শুরু করে একেবারে বাগেরহাটেও পড়তে পারে। আবার দেশের বাহিরেও হতে পারে। ৪. ট্রান্সফার: নিয়মিত রোটেশনের মধ্যে থাকতে হবে। এটা অনেক বড় একটা চ্যালেন্জ।
এই জবের পাশাপাশি অন্য চাকরির পরীক্ষা বা বিসিএস দিতে পারবেন কিনা!! না। গতবার এই বিষয়ে স্টাম্পে সাইন নিয়েছে। অনেক চিন্তা ভাবনা করে তারপর সাইন করতে বলেছেন। সাইন করার আগে আপনাকে বহুবার সতর্ক করা হবে। কম্পিউটার টেস্ট দেওয়ার আগে উপরের লেভেলের একজন অফিসার এসে আপনাকে এ বিষয়ে শেষ বারের মত সতর্ক করবেন। (বাট গোপনে পারা যায় কিনা সেটা আমার জানা নেই)।
প্রস্তুতি: Preliminary: প্রথমে ১০০ নাম্বারের Preliminary হবে। Bangla, English, General Math, GK থাকবে। প্রশ্ন হবে Medium to Advanced লেভেলের। Written: ৭০ নাম্বারের রিটেন। মুখস্থ কোন কিছু আসবেনা। সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন করা হবে। যাদের ফ্রি হ্যান্ড লিখার কোয়ালিটি আছে বা BCS রিটেন প্রিপারেশান নিয়েছেন উনারা ভালো করবেন। বাট টপিক্স গুলো অনেক অনেক সহজ থাকবে লিখাটা গুরুত্বপূর্ণ। Viva: রিটেনে অনেক লোক টিকাবে। গতবার অনেকে ভাইভায় এটেন্ড না করার কারনে পরে ওয়েটিং থেকে অনেককে পুনরায় ডেকে ভাইভা নিয়েছে।
বই: Preliminary + Written এর জন্য আলাদা কোন বই লাগবেনা। সাধারণ পরীক্ষার মতো করে Preliminary হবে। একেবারে সাধারণ ৮-১০ টা পরীক্ষার মতো। রিটেনের সময় সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জেনে নিবেন। এনাফ। আমি আবার বলছি আলাদা কোন বই কিনতে হবেনা। কোন ভাবেই না। সর্বপরি, চ্যালেন্জ নেওয়ার মন মানসিকতা থাকলে এটা এক অসাধারণ জব।
হাছান মাহমুদ ভূঁইয়া
সহকারী পরিচালক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
আরো তথ্য পেতে এই গ্রুপে জয়েন করুন
পুলিশ ভেরিফিকেশন কি ? বিস্তারিত জানুন ১। পুলিশ ভেরিফিকেশন কি? উত্তরঃ... আরো পড়ুন
NSI জুনিয়র ফিল্ড অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিঃপরীক্ষার ধরনঃ ৮০ টি... আরো পড়ুন
এন.এস.আই (NSI) এর পূর্ণ অর্থ কি|NSI পরিচিতি ও NSI এর সাতকাহন... আরো পড়ুন
নীল লেখাতে ক্লিক করে ডাউনলোড করুন। পুলিশ ভেরিফিকেশন ফর্ম জেলার... আরো পড়ুন
দুদকে চাকরির প্রস্তুতির জন্য করণীয় তরুণ-তরুণীদের কাছে অন্যতম পছন্দের চাকরি দুর্নীতি... আরো পড়ুন