আজ রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News
  • Shop
  • Cart
  • Checkout
  • My account
  • Buy Adspace
  • Hide Ads for Premium Members

চাকরির পরীক্ষায় ১টি কমন আসবে। সাধারণ জ্ঞান (পদার্থবিজ্ঞান)।

  • Uncategorized
  • ১১ এপ্রিল, ২০২০ ৪:১৩ অপরাহ্ণ
  • 468 views

    পদার্থ বিজ্ঞানের ১৩৮ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ
    1) পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ➯ মধ্যাকর্ষণের জন্য ।
    2) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন ➯ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
    3) চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ➯ কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
    4) চা দেরীতে ঠান্ডা হয় ➯ সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)।
    5) শব্দের গতি সবচেয়ে বেশি ➯ কঠিন মাধ্যমে ।
    6) শব্দের গতি সবচেয়ে কম ➯ বায়বীয় মাধ্যমে ।
    7) তিনটি মূখ্য বর্ণ ➯ লাল, সবুজ ও নীল ।
    8)৪০ সে: তাপমাত্রায় জলের ঘনত্ব ➯ সর্বোচ্চ ।
    9) ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল ➯ তেজস্ক্রিয় পদার্থ ।
    10) রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি ।
    11) উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন ➯ আলফ্রেড নোবেল ।
    12) লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে ➯ গ্যালভানাইজিং ।
    13) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ➯ মরিচিকায় ।
    14) জল বরফে পরিণত হলে ➯ আয়তনে বাড়ে ।
    15) জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে ।
    16) বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী ➯ টাংস্টেন দিয়ে ।
    17) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে ➯ ওজন স্তর ।
    18) ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয় ➯ পেরিস্কোপ ।
    19) ব্যাটারি হতে পাওয়া যায় ➯ ডিসি কারেন্ট ।
    20) সর্বোত্তম তড়িৎ পরিবাহক ➯ তামা ।
    21) ডিনামাইট আবিস্কার করেন ➯ আলফ্রেড নোবেল ।
    22) পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ➯ গ্রাফাইট ।
    23) শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে ➯ সুপারসনিক বিমান ।
    24) বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি ➯ ৩X১০১০ সে. মি. ।
    25) কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট ➯ চুম্বক পদার্থ ।
    26) আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে ➯ দর্পনে ।
    27) স্টিফেন হকিন্স একজন ➯ পদার্থবিদ ।
    28) পদার্থের ক্ষুদ্রতমা কণা ➯ অণু ।
    29) পদার্থের স্থায়ী মূল কণিকা ➯ ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
    30) তেজস্ক্রিয় রশ্মিতে থাকে ➯ আলফা, বিটা ও গামা কনিকা ।
    31) পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ➯ পরস্পর সমান ।
    32) পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে ➯ অভিকর্ষ বল ।
    33) বরফ গলনের সুপ্ত তাপ ➯ ৮০ ক্যালরি ।
    34) ০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি ➯ ৩৩২ মিটার/সেকেন্ড ।
    35) সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় ➯ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
    36) সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি ➯ সৌর রশ্মি ।
    37) পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ➯ জীবাস্ম জালানি ।
    38) জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি ➯ অতি বেগুণী রশ্মি ।
    39) এক্সরে এর একক ➯ রনজেন ।
    40) তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক ➯ হেনরী বেকুইরেল ।
    41) রেডিয়াম আবিস্কার করেন ➯ মাদাম কুরি ।
    42) পারমাণবিক বোমা উৎপন্ন হয় ➯ ফিশন পদ্ধতিতে ।
    43) হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় ➯ ফিউশন পদ্ধতিতে ।
    44) পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন ।
    45) প্লবতা সূত্র আবিস্কার করেন ➯ আর্কিমিডিস ।
    46) দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন ➯ গ্যালিলিও ।
    47) গতির সূত্র আবিস্কার করেন ➯ নিউটন ।
    48) ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ ➯ ডিজিটাল সিগনাল ডেটাবেজ ।
    49) পীট কয়লা ➯ ভিজা ও নরম ।
    50) তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে ➯ গ্রীনহাউজ ইফেক্ট।
    51) পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে ➯ ফিউশন বিক্রিয়া ।
    52) বায়ু এক প্রকার ➯ মিশ্র পদার্থ ।
    53) আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন ➯ আলবার্ট আইনস্টাইন ।
    54) মৌলিক রাশিগুলো হলো ➯ দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।
    55) লব্ধ রাশি ➯ বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি ।
    56) ভেক্টর রাশি ➯ সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি ।
    57) স্কেলার রাশি ➯ দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি।
    58) পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল ➯ এস. আই. I. ।
    59) ভর হচ্ছে পদার্থের ➯ জড়তার পরিমাণ।
    60) এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছু নেই ।
    61) নিউটনের গতি সূত্র ➯ তিনটি ।
    62) নিউটনের বিখ্যাত বই ➯ “ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা” ।
    63) বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় ➯ কিলোওয়াট / ঘন্টা KW/H ।
    64) ১ অশ্ব শক্তি (P.) = ৭৪৬ ওয়াট বা ৫৫০ ফুট-পাউন্ডাল শক্তি ।
    65) মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল ➯ মহাকর্ষ বল ।
    66) পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল ➯ অভিকর্ষ বল ।
    67) অভিকর্ষজ ত্বরণ G এর মান ➯ পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী।
    68) চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ G এর মান পৃথিবীর মানের ১/৬ ভাগ ।
    69) পৃথিবীর মুক্তিবেগ ➯ ১১.২ কি.মি./সে. ।
    70) মঙ্গল গ্রহের মুক্তি বেগ ➯ ৫.১ কি.মি./সে. ।
    71) গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি ➯ তিনটি ।
    72) ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক ➯ ইস্পাত ।
    73) বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় ➯ শব্দ ।
    74) জলের তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো ➯ অনুপ্রস্থ বা আড় তরঙ্গ ।
    75) শব্দ তর তরঙ্গ হলো ➯ অনুদৈর্ঘ বা লাম্বিক তরঙ্গ ।
    76) জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয় ➯ অনুপ্রস্থ তরঙ্গ ।
    77) টানা তারের সূত্র কয়টি ➯ তিনটি ।
    78) শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন ➯ জড় মাধ্যমের ।
    79) শুন্য মাধ্যমে শব্দের বেগ ➯ শুন্য ।
    80) স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি ➯ ৩৩২ মি./সে. ।
    81) স্বাভাবিক অবস্থায় জলে শব্দের দ্রুতি ➯ ১৪৫০ মি./সে. ।
    82) স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি ➯ ৫২২১ মি./সে. ।
    83) শব্দের বেগের উপর প্রভাব আছে ➯ তাপ, আদ্রতা ও বায়ু প্রবাহ ।
    84) শ্রাব্যতার সীমা ➯ ২০-২০০০০ HZ ।
    85) ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ ➯ ২০ HZ
    86) আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ ➯ ২০০০০ HZ এর বেশী ।
    87) প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন ➯ ০.১ সে. ।
    88) প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব ➯ ১৬.৬ মিটার ।
    89) কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয় ➯ ১০৫ ডেসিবেলের উপর সৃষ্ঠ শব্দ ।
    90) বাদুর চলাচলের সময় কি প্রয়োগ করে ➯ প্রতিধ্বনি ।
    91) তাপ এক প্রকার ➯ শক্তি ।
    92) জলের স্বাভাবিক স্ফুটনাংক স্বাভাবিক চাপে -১০০০ সেলসিয়াস ।
    93) প্রেসার কুকারের মূলনীতি ➯ চাপে জল বেশী তাপমাত্রায় ফুটে ।
    94) ভূ-পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত কমে ➯ স্ফুটনাংক ।
    95) বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে ➯ রঙের উপর ।
    96) শীতকালে রঙিন কাপড় আরামদায়ক ।
    97) গরমকালে সাদা কাপড় আরামদায়ক ।
    98) পেট্রোল ইঞ্জিন আবিস্কৃত হয় ➯ ১৮৮৬ ইং সালে ।
    99) ফ্রেয়নের রাসায়নিক নাম ➯ ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন ।
    100) ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে ➯ (- ৪০০ ) তাপমাত্রায় ।
    101) স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ ➯ ১৫ পাউন্ড ।
    102) ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে ➯ (৯০০ -১১০০) F ।
    103) থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ ➯ অল্প তাপে আয়তন বৃদ্ধি পায় ।
    104) আলো এক প্রকার ➯ শক্তি ।
    105) আলোক মাধ্যম ➯ তিনটি , ১) স্বচ্ছ, ২) ঈষদ স্বচ্ছ ও ৩) অস্বচ্ছ ।
    106) প্রতিফলনের সূত্র ➯ দুইটি ।
    107) প্রতিসরণের সূত্র ➯ দুইটি ।
    108) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত ➯ দুটি ।
    109) সাদা আলো সাতটি বর্ণের সমাহার ।
    110) লেন্স দুই প্রকার ১) অপসারী, ২) অভিসারী।
    111) দৃষ্টির ত্রুটি মোট চারটি ➯ ১) হ্রস্ব দৃষ্টি, ২) দীর্ঘ দৃষ্টি, ৩) বার্ধক্য দৃষ্টি ও ৪) বিষম দৃষ্টি বা নকুলা ।
    112) তরঙ্গ দৈর্ঘ্য বেশি ➯ লাল আলোর ।
    113) তরঙ্গ দৈর্ঘ্য কম ➯ বেগুনী আলোর ।
    114) বিক্ষেপণ কম ➯ লাল আলোর ।
    115) বস্তুর বর্ণ পদার্থের কোন ধর্ম নয়, এটি আলোকের একটি ধর্ম ।
    116) নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল ➯ কালো দেখায় ।
    117) লাল আলোতে গাছের পাতা ➯ কালো দেখায় ।
    118) নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল ➯ নীল দেখায় ।
    119) লাল ফুলকে সবুজ আলোয় ➯ কালো দেখায় ।
    120) সূর্য রশ্মি শরীরে পড়লে ➯ ভিটামিন ডি তৈরী হয় ।
    121) সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ➯ গামা রশ্মি ।
    122) সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ➯ বেগুণী রশ্মি ।
    123) শরীরের ত্বকে ভিটামিন তৈরীতে সাহায্য করে ➯ পরিমিত অতিবেগুণী রশ্মি।
    124) আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল ➯ ০.১ সেকেন্ড ।
    125) যে সকল বস্তুর আকর্ষণ ও দিকনির্দশক ধর্ম আছে ➯ চম্বুক পদার্থ ।
    126) চৌম্বকের চুম্বকত্ব একটি ➯ ভৌত ধর্ম ।
    127) চৌম্বকের প্রকারভেদ ➯ ১) প্রাকৃতিক চৌম্বক, ২) কৃত্রিম চৌম্বক ও ৩) তড়িৎ চৌম্বক ।
    128) চৌম্বক পদার্থ ➯ টিন, আয়রণ, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি ।
    129) চৌম্বক পদার্থের প্রকারভেদ ➯ ১) ডায়া চৌম্বক, ২) প্যারা চৌম্বক ও ৩) ফেরো চৌম্বক ।
    130) মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ ➯ সবচেয়ে বেশী ।
    131) পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে ➯ পৃথিবীর ভৌগলিক দক্ষিণ ।
    132) তড়িৎ দুই প্রকার ➯ ১) স্থির তড়িৎ ও ২) চল তড়িৎ ।
    133) চল তড়িৎ দুই প্রকার ➯ ১) এ. সি. তড়িৎ ২) ডি. সি. তড়িৎ ।
    134) ডি. সি. প্রবাহ পাওয়া যায় ➯ ব্যাটারি থেকে ।
    135) রোধ পরিবাহীর চারটি বিষয়ের উপর নির্ভর করে ➯ ১) উপাদান, ২) দৈর্ঘ্য, ৩) প্রস্থচ্ছেদ ও ৪) তাপমাত্রা।
    136) মাধ্যম তিন প্রকার ➯ ১) পরিবাহী, ২) অর্ধপরিবাহী, ৩) অন্তরক বা অপরিবাহী।
    137) রাডার (RADAR) হলো ➯ RADIO DETECTION AND RANGING ।
    138) অপটিক্যাল ফাইবারে ডাটা পাস এর কাজে ব্যবহৃত হয় ➯ পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন

     

    Post Views: ৫০২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X
    ১০ থেকে ৪০তম বিসিএসে আসা সকল phrase । এখনই পড়ুন। ভীষণ প্রয়োজনীয়

    ১০ম থেকে ৪০ তম আসা phrase । আপাতত চাকরীর পরীক্ষার জন্য... আরো পড়ুন

    বিশ্ববিদ্যালয় জীবনে যে ১৫টি উপদেশ মেনে চলা উচিত!

    বিশ্ববিদ্যালয় জীবনে নানা মানুষের কাছ থেকে হাজারো উপদেশ শুনবে। এটা করো,... আরো পড়ুন

    সাধারণ জ্ঞান মনে রাখার অস্থির টেকনিক

    ★ এভাবে মনে রাখলে কেমন হয়? 1. বঙ্গবন্ধুর জন্মদিন—১৭মার্চ জাতীয় শিশু... আরো পড়ুন

    চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরছে

    চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ইতালি ফেরত এক যুবক ১৫দিন আইসোলেশন থাকার... আরো পড়ুন

    করোনায় পুলিশ সম্পর্কে ধারনা বদলে গেছে মানুষের, পুলিশ মাঠেই নয় এখন মানুষের অন্তরে।

    পুলিশ মানেই রুক্ষ মুখ, নীল পোশাক আর লাঠিপেটা করার যন্ত্র নয়,... আরো পড়ুন

    রোমিও জুলিয়েট নাটকের বাংলা অনুবাদঃ খুব সংক্ষেপে মনে রাখুন।।

                         ... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • ২২ তম বিসিএস প্রশ্ন সমাধান BCS Question Answer
  • ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান | 42th BCS Question Answer
  • বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি | বিসিএস ক্যাডার সংখ্যা কতটি
  • MPO ভুক্ত হবার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন।
  • 16th NTRCA Question Solution College
  • 16th NTRCA Question Solution School 2
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ( শিক্ষাগত, শারিরীক, নাগরিকত্ব, বয়সসীমা)
  • 17th NTRCA Question Solution College
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    Ads

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : সরকারি কলেজ রোড , চুয়াডাঙ্গা , ৭২০০
    হটলাইন নাম্বার : ০১৩০৫-৭৫৪০০২, ০১৭৯৫-২৯২২২৭
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব
    error: Content is protected !!