পানি উন্নয়ন বোর্ডের রিয়েল ভাইভা
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
বোর্ড মেম্বার = ৬ জন
আমিঃ দরজা খোলে, আসতে পারি স্যার,
বো,মেঃ আসুন, কাগজগুলো উনার কাছে দিন,
আমিঃ আসসালামু আলাইকুম স্যার,
বো, চেঃ সালাম নিয়ে চেয়ারে বসতে বললো,
আমিঃ ধন্যবাদ জানিয়ে বসে পড়লাম,
বো, চেঃ আপনার বাড়ি কোথায়?
আমিঃ বললাম
বো, চেঃ কোন উপজেলায়
আমিঃ বললাম
আমার এলাকা নিয়ে অনেক কথা বললো
বো, মেঃ আপনি কি কোন জব করেন.?
আমিঃ স্যার ডিপ্লোমা শেষ করে প্রথম ২ বছর একটা ডেভেলপার এ জব করি কন্সট্রাকশন সাইটে,
বো,মেঃ সবাই চাকরির প্রতি অনীহা
আচ্ছা আপনাকে যদি একটা কন্সট্রাকশন সাইটে QC হিসেবে দেয়া হয় আপনি কি কি করবেন?
আমিঃ স্যার, আমি যেসব মালামাল সাইটে প্রবেশ করবে সেগুলোর গুণগত মান, পরিমাণ, প্রয়োজন হলে ফিল্ড টেস্ট ও ল্যাব টেস্ট করে নিবো,
বো,মেঃ কি কি মালামালের টেস্ট ও মেজারম্যান্ট করবেন?
আমিঃ ইট,বালু,সিমেন্ট, পাথর, রড, ইত্যাদি
বো,মেঃ আচ্ছা, বালুর কি কি টেস্ট & ম্যাজারমেন্ট কিভাবে করবেন?
আমিঃ স্যার, বালিতে লবনের উপস্থিতি বুঝার জন্য জিহবায় স্বাধ গ্রহণ করতে হয়, বালিতে পলি ও কাদার পরিমাণ জানার জন্য এক গ্লাস পানিতে কিছু বালি নিয়ে নড়াচড়া করে কিছুক্ষণ পর পলি ও কাদা উপরে লেয়ারে থাকবে,
আর বালির পরিমাপ সাধারণত যে গাড়ি বা ট্র্যাকে থাকে সেখানে বালু ঠিকমতো লেভেল করে তার দৈর্ঘ প্রস্থ ও উচ্চতা পরিমাপ করে, আর উচ্চতা সাধারণত রড দিয়ে মাপা হয়, তারপর ক্যালকুলেশন করে পরিমাণ বের করা হয়,
বো,মেঃ বালির গ্রেডেশন কিভাবে বের করবেন?
আমিঃ স্যার, এফ এম বের করতে হবে?
কোন বালির এফ এম কত কিভাবে বুঝবেন? মানে এফ বেশি হলে কি বুঝবেন?
আমিঃ স্যার এফ এম বেশি মানে মোটা বালি,
বো,মেঃ মোটা বালি কি ভালো নাকি খারাপ?
আমিঃ মোটা বালি সাধারণত ঢালাই কাজে ব্যবহার করা হয়।
বো,মেঃ পেরাপ্যাট ওয়াল কি? কেন দেয়া হয়? উচ্চতা কত হয়?
আমিঃ ছাদে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য যে ওয়াল নির্মাণ করা হয় তাকে প্যারাপেট ওয়াল বলে, এর উচ্চতা সাধারণত এক মিটার হয়ে থাকে.
বো,মেঃ কর্ণার রিইনফোর্সমেন্ট কেন দেয়া হয়?
আমিঃ ডায়াগোনাল টেনশন প্রতিরোধ করার জন্য,
টুইস্টিং মোমেন্ট প্রতিহত করার জন্য
আরও কিছু প্রশ্ন করছিলো মনে পড়ছেনা এই মুহূর্তে
বো,চেঃ আচ্ছা পাহাড়ি এলাকায় কিভাবে জরিপ করবেন?
আমিঃ স্যার পাহাড়ি এলাকায় সাধারণত হাইড্রোগ্রাফিফ জরিপ বা কন্টুর জরিপ করা হয়?
বো,চেঃ এই জরিপ করতে কি যন্ত্র ব্যবহার করা হয়?
আমিঃ সরি স্যার, মনে করতে পারছি না,
বো,চেঃ আচ্ছা কম্পিউটারের ডেস্ক এ যান, একটা টোকন নিয়ে টাইপ করুন,
তখনই হাত পা কাপাকাপি করা শুরু
তাও কচ্চপ গতিতে ২ লাইন টাইপ করছি
রিটেনে নাম আসবে এটা আমি ভাবিনি, জবটাও যে হবে এটাও ভাবছি না, এলজিইডির ভাইভার পর থেকে পড়াশোনার প্রতি একটা অপারগতা চলে এসেছে, কোন প্রিপারেশনই ছিলো না পানির ভাইভার জন্য।
রিয়েল ভাইভা
আহমেদ মামুন
০১/০৪/২০২১
সময়ঃ৩.৪৫-৩.৫০