আজ শনিবার ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

  • ফেসবুক
  • ইউটিউব

চাকরির প্রস্তুতি

NTRCA / প্রাইমারি চাকরির স্পেশাল ভিডিও পেতে

এখানে ক্লিক করুন
  • Home
  • বাংলা
  • ইংরেজী
  • গণিত
  • সাধারণ জ্ঞাণ
  • ICT & COMPUTER
  • BCS
  • NTRCA
  • BANK
  • Primary Job
  • CGA
  • NSI
  • SI
  • FOOD
  • Railway
  • পরিবার পরিকল্পনা
  • সমাজসেবা DSS
  • বিগত সালের প্রশ্ন
  • সফলতার গল্প
  • ভাইভা প্রস্তুতি
  • শিক্ষা সংবাদ
  • শিক্ষনীয় গল্প
  • Others News

BCS এ সঠিক ক্যাডার চয়েজ যেভাবে নির্ধারণ করবেন ।

  • BCS
  • ১১ জুলাই, ২০২১ ৩:০১ অপরাহ্ণ
  • 627 views
    নিজের উপযোগী সঠিক ক্যাডার চয়েস নির্ধারণ  বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও শুধু চয়েস দেওয়ার ভুলে  প্রত্যাশিত ক্যাডার যেমন হাতের মুঠো থেকে ফসকে যেতে পারে, তেমনি ভাইভা বোর্ডের সামনেও প্রার্থী পড়তে পারেন বিব্রতকর পরিস্থিতিতে ।  সুতরাং  আবেদন করার পূর্বেই এ সংক্রান্ত সুচিন্তিত – সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রত্যেক বিসিএস পরীক্ষার্থীর অবশ্য কর্তব্য। অনেকেরই জিজ্ঞাসা, কোন কোন ক্যাডার চয়েস দিব এবং সেগুলোর মধ্যে কোনটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েসে রাখব?
    প্রথমেই বলে রাখি, চাকুরীরত না থাকলে যে যে ক্যাডার চয়েস দেওয়ার যোগ্যতা আপনার আছে, চয়েস লিস্টে তার সবগুলো রেখে দেওয়াই  সমীচীন হবে । আর আপনি যদি কোন সরকারি /বেসরকারি জবে থাকেন, তাহলে শুধু সেই ক্যাডারগুলোই চয়েস দিন যেগুলোতে সুপারিশকৃত হলে আপনি  যোগদান করবেন।
    পছন্দক্রম নির্ধারণঃ————————–
    সঠিক ক্যাডার  চয়েস ক্রম ঠিক করার জন্য
    বিসিএসের ক্যাডারসমূহকে আমরা প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি–
    ক. আইন প্রয়োগ  ও প্রশাসন সংক্রান্তঃ
    ১. পুলিশ
    ২.প্রশাসন
    ৩.আনসার
    খ. অর্থ, বাণিজ্য রাজস্ব, আর্থিক প্রক্রিয়া সংক্রান্তঃ
    ১. কাস্টমস
    ২.ট্যাক্সেশন
    ৩.অডিট এন্ড একাউন্টস
    ৪. বাণিজ্য
    গ. পেশাগত
    ১. স্বাস্থ্য
    ২.শিক্ষা
    ৩. কৃষি
    ৪. বন
    ৫. প্রকৌশল
    ঘ. অন্যান্য
    ১. পররাষ্ট্র
    ২. খাদ্য
    ৩. রেলওয়ে
    ৪. পরিবার পরিকল্পনা ইত্যাদি
    এখন যদি আপনি
    ————————-
    ক. মাঠপর্যায়ে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনার কর্মজীবনে দায়িত্ব পালন করতে চান।
    খ. আইন প্রয়োগ, বিচার ইত্যাদি প্রক্রিয়ায় ভূমিকা রাখতে চান
    গ. অন্যায় প্রতিরোধ ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আগ্রহ আপনার থাকে।
    ঘ. ছুটি শব্দটি ভুলে যেতে হতে পারে — যদি এই বাস্তবতা হাসিমুখে মেনে নিতে পারেন।
    ঙ. জনগনের দোরগোড়ায় পৌঁছে  সরাসরি সেবা দেওয়ার ইচ্ছা থাকে।
    চ. সমাজে, কর্মস্থলে নিজেকে গুরুত্বপূর্ণ দেখার প্রবল বাসনা।
    ছ. রোদে পুড়ে, ঘামে ভিজে দায়িত্ব পালন করতে আপত্তি নেই।
    তাহলে নিশ্চিন্তে আপনার ক্যাডার ক্রম হতে পারে
    —————
    ক>খ>গ>ঘ
    —————-
    অর্থাৎ এক্ষেত্রে আপনার প্রথম তিনটি ক্যাডার চয়েস হবে পুলিশ, এডমিন,  আনসার। এ তিনটি ক্যাডারের মধ্যে আপনার পছন্দ ও বাস্তবতা বিবেচনায় ১,২,৩ ক্রম নির্ধারণ করুন। এর পর ৪,৫,৬……. নম্বরে খ,গ, ঘ এর ক্যাডার সমূহ চয়েস দিন।  ( পররাষ্ট্র ছাড়া,  কারন প্রথম তিনটি ক্যাডার চয়েস যেহেতু পুলিশ, এডমিন, আনসার, তাই পররাষ্ট্র চয়েস দেওয়া এখানে অর্থহীন)
    আবার যদি আপনিঃ
    —————————
    ১. ঝামেলামুক্ত জীবন যাপন করতে চান
    ২. নয়টা -পাঁচটা অফিস করার ইচ্ছা
    ৩.এসি রুম ছাড়া আপনার চলে না
    ৪.বেতনের বাইরেও প্রচুর বৈধ  আর্থিক প্রণোদনা পেতে চান
    ৫.বিদেশ ভ্রমন ট্রেনিং ইত্যাদির দিকে ঝোঁক।
    তাহলে নিশ্চিন্তে আপনার ক্যাডার ক্রম হতে পারে
    —————-
    খ>ক>গ>ঘ
    —————-
    যদি আপনি
    —————–
    ১. আপনার একাডেমিক অর্জিত জ্ঞানকে সরাসরি পেশাগত কাজে লাগাতে চান।
    ২. অর্থবিত্তের ( আমি বৈধ অর্থের কথা বলছি) বদলে সততাকে, ক্ষমতার বদলে সদারচারকে, কৃত্রিম অভিজাততন্ত্রের বদলে মানুষের শ্রদ্ধা ভালবাসা লাভকে জীবনের চরম মোক্ষ জ্ঞান করে থাকেন,
    তাহলে আপনার ক্যাডার ক্রম হওয়া উচিত
    —————–
    গ>ক>খ> ঘ
    —————–
    এছাড়াও
    আপনি যদি আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করতে চান বা কূটনৈতিক উচ্চ মর্যাদা ভোগ করতে চান, তাহলে পররাষ্ট্র ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারেন। পূর্বেই উল্লেখ করেছি, পররাষ্ট্র ক্যাডার সাধারণত অন্য সব ক্যাডারের আগেই পূরণ হয়ে যায়, তাই চয়েস দিতে চাইলে পররাষ্ট্র ক্যাডার এক নম্বরেই দেওয়া উচিত বলে মনে করি। অন্য ক্যাডার ফার্স্ট চয়েস দিয়ে পরের দিকে পররাষ্ট্র ক্যাডার চয়েস দেওয়ার ক্ষেত্রে আইনগত কোন বিধিনিষেধ না থাকলেও এটা ভাইভাবোর্ড সদস্যগনের নিকট আপনার চিন্তার অপরিপক্বতা ও ক্যাডার চয়েস সংক্রান্ত সিদ্ধান্তের অযৌক্তিকতাকেই প্রকাশ করবে।
    জেনে রাখুন

    ——————
    ১. জাতীয় পরিচয় পত্রে যে স্বাক্ষর ব্যবহার করছেন ( এমনকি যদি বাংলা বা ইংরেজিতে নামও লিখে থাকেন) বিসিএসের আবেদন করার সময় সেই একই স্বাক্ষর ব্যবহার করুন, অনেক অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে রেহাই পাবেন।
    ২. আবেদন করার সময় সাম্প্রতিক ছবি ব্যবহার করুন। ছবিটি যেন এমনভাবে এডিট করা না হয়, যাতে আপনার বয়স, গায়ের রঙ, স্বাস্থ্য ইত্যাদি পরিবর্তিত হয়ে যায়।
    ৩. পররাষ্ট্র ক্যাডার চয়েস দিতে চাইলে ফার্স্ট চয়েস হিসেবেই দেওয়া উচিত।  ইংরেজিতে দক্ষতা না থাকলে এই ক্যাডার চয়েস দেওয়ার চিন্তা বাদ দেওয়াটাই মঙ্গলজনক হবে।
    ৪.আপনি যে ক্যাডারেই চাকুরী করুন, সেখান থেকেও আপনি উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব হতে পারবেন।  উপসচিব পদের ৭০% পূরণ করা হয় প্রশাসন ক্যাডার থেকে অবশিষ্ট ৩০% পূরণ হয় অন্যান্য ক্যাডার থেকে।
    ৫.অনেকেই আমার নিজের পছন্দক্রম জানতে চেয়েছেন।আমার নিজের পছন্দক্রম ছিল নিম্নরূপ–
    ১.পুলিশ
    ২. প্রশাসন
    ৩. আনসার
    ৬. পুলিশ ও আনসার ক্যাডারে আবেদন করতে হলে ন্যুনতম উচ্চতা ছেলেদের ক্ষেত্রে ৫’৪” আর মেয়েদের ক্ষেত্রে ৫’০” চাওয়া হয়েছে। এই উচ্চতার শর্ত যাদের পূরণ হয় না,  তারা কোনভাবেই এই দুটি ক্যাডার পছন্দ তালিকায় রাখবেন না। এছাড়াও যাদের মেজর শারীরিক সমস্যা আছে, তাদেরও এ দুটি ক্যাডার চয়েস দেওয়া হতে বিরত থাকা সমীচীন হবে।
    ৭. পুলিশ ও আনসার ব্যতীত অন্যান্য ক্যাডারের জন্য ন্যূনতম উচ্চতা পুরুষ প্রার্থীদের ৫.০”, নারী প্রার্থীদের ৪’১০” প্রয়োজন হবে। ( অনেকে জানতে চান, এর চেয়ে  কম উচ্চতাসম্পন্ন প্রার্থীদেরকে  বাদ দিয়ে দেওয়া হবে কিনা বা তারা বিসিএসে আবেদন করতে পারবেন কিনা। আমার ধারনা,  এই উচ্চতার শর্ত অনেকটাই আনুষ্ঠানিক,  কারন আজ পর্যন্ত এমন কোন উদাহরণ পাওয়া যায় নি যে সুপারিশকৃত কোন প্রার্থীকে শুধু উচ্চতার কারনে বাদ দেওয়া হয়েছে। তাই আবেদন করতে পারেন নিশ্চিন্তে)।
    ৮.বর্তমান ঠিকানায় আপনি যদি দীর্ঘদিন অবস্থান  না করেন, বা ওই এলাকায় আপনার তেমন চেনাজানা না থাকে,  ভবিষ্যত ঝামেলা এড়ানোর জন্য আপনার স্থায়ী ঠিকানাকেই বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে পারেন। অর্থাৎ স্থায়ী ও বর্তমান ঠিকানা একই দিতে পারেন। আর একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমার  পরামর্শ থাকবে, আপনার বাবা/মায়ের নামে রেজিস্ট্রিকৃত জমি আছে, এমন জায়গাকে স্থায়ী ঠিকানা হিসেবে দিতে সচেষ্ট হোন। স্থায়ী ঠিকানা সম্পর্কিত ঝামেলার কারনে প্রতি বিসিএসেই অনেক প্রার্থী পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়ে যান। তাই সাবধানতার বিকল্প নেই।
    সবশেষে  একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, বিসিএস পরীক্ষার মাধ্যমে আপনি যে ক্যাডারেই চাকুরী লাভ করেন না কেন আক্ষরিক অর্থে আপনি জনগণের চাকরই হতে যাচ্ছেন। আপনি যদি মনে করে থাকেন নির্দিষ্ট কোন ক্যাডার ফকির থেকে আপনাকে  আমির বানিয়ে দিবে, সমাজের নগন্য বাসিন্দা থেকে কেউকেটার স্তরে  আপনার উত্তরণ ঘটাবে,  ক্ষমতার প্রবল দাপটে চাকরের পদে থেকেও মালিকায় ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন, আইন প্রয়োগের অধিকার,  বৈধ-অবৈধ অর্থবিত্তের জোরে যা খুশি তা করার লাইসেন্স পেয়ে যাবেন ,  তাহলে করজোড়ে ক্ষমা চেয়ে মিনতি রাখব,  আমার এ পরামর্শ আপনার জন্য নয়। এ গরীব দেশের সিভিল সার্ভিসকে কলুষিত না করে আপনি বরং অন্য পেশায় ট্রাই করুন। হয়ত আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। আর একজন শিক্ষিত, সচেতন, দেশপ্রেমিক নাগরিক হিসেবে জনগনের প্রকৃত  চাকরের দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার জন্য আপনারা যারা দিনরাত নির্ঘুম একাগ্র অধ্যবসায় করে চলেছেন, ভবিষ্যতের একটি সমৃদ্ধ  বাংলাদেশের জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও নাগরিক সেবা মুখী সিভিল সার্ভিসে আপনাকে স্বাগতম।
    তারিক লতিফ সামি
    ৩৮তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশকৃত
    মেধাক্রম- ৩৩
    শুরু  হয়েছে ৪৩ তম বিসিএস এপ্লিকেশন! আমি যখন প্রথম এপ্লিকেশন  করি তখন কোন ক্যাডারের কি সুবিধা অসুবিধা তা জানতামই না! আর ফরেন পুলিশ এ্যাডমিন কাস্টমস বাদে বাকি কিছু আছে কিনা জানতামই না! তাই বাকিগুলা আন্দাজে দিয়ে দিছিলাম! তবে এখন সুযোগ-সুবিধা, প্রমোশন, ট্যুর ইত্যাদি হিসেব করলে ক্যাডার ওয়াইজ কিছুটা ভ্যারি করে! আমাকে ৪৩ এর ক্যাডার চয়েজ করতে দিলে  ঠিক  এরকম(পুরাপুরি ব্যক্তিগত মতামত) করতামঃ

    ১.ফরেন
    ২.এ্যাডমিন/পুলিশ
    ৩.এ্যাডমিন/পুলিশ
    ৪.ট্যাক্স/কাস্টমস/অডিট
    ৫.ট্যাক্স/কাস্টমস/অডিট
    ৬.ট্যাক্স/কাস্টমস/অডিট ( যাদের ভাল ট্যাকনিকাল ক্যাডার আছে যেমন রোডস এন্ড হাইওয়ে, পিডব্লউডি, ইএমই,ডাক্তার,কৃষি,ভেটেরনারি,বন ইত্যাদি তারা চাইলে ১ম ৬ টার পর সেগুলো দিয়ে বাকি জেনারেল  ক্যাডার দিতে পারে! শিক্ষায় প্যাশন থাকলে ওই অনুযায়ী চয়েস দেওয়া যেতে পারে!)
    ৭.ইনফরমেশন
    ৮.রেলওয়ে
    ৯.পোস্টাল
    ১০.খাদ্য
    ১১.সমবায়
    ১২.পরিবার পরিকল্পনা!
    আর ৩৮/৪০/৪১ তম তে আমার চয়েস ছিল এরকমঃ
    ১.পুলিশ
    ২.এ্যাডমিন
    ৩.ফরেন
    ৪.কাস্টমস
    ৫.ট্যাক্স
    ৬.অডিট
    ৭.ইনফরমেশন
    ৮.আনসার
    ৯.রেলওয়ে…..
    আমি কিছুটা নিজের ইচ্ছায় দিয়েছিলাম! তবে এমন না করে ফরেন দিলে ১ এ দেওয়াই ভাল! আর জবের প্রেশার কম বেশি চিন্তা করলে পুলিশ/এ্যাডমিন পরে দেওয়া যেতে পারে তবে এটা সমীচীন  হবে না বলে মনে হয় যদিও ৭০% ডেপুটি সেক্রেটারি এডমিন আর বাকিরা অন্য ক্যাডার থেকে মুভ করার সুযোগ থাকে! প্রমোশন সুবিধায় এ্যাডমিন সবার আগে! তবে শুরুতে উপজেলা লেভেলে কাজ করা লাগে! পুলিশে দিনরাত জব প্লাস থ্যাংক্লেস জব তো আছেই! রিলক্সাং আর সুবিধা হিসেব করলে ফরেন ট্যাক্স কাস্টমস অডিট আগে দেওয়া যেতে পারে! বাকিটা নিজের ইচ্ছা! তাই চয়েস দেওয়ার আগে কারো একজনের(বিসিএস ক্যাডার) সাথে কথা বলে নিলে বেটার হয়!
    ধন্যবাদান্তে
    তারিক লতিফ সামি
    ৩৮তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশকৃত
    মেধাক্রম- ৩৩
    বিসিএসের আরো টিপস পেতে ভিজিট করুন
    https://sadiksir.com/?cat=4
    বিসিএসে আসার মত ১১০টি প্রশ্ন: বিসিএস স্পেশাল প্রস্তুতি

    ১। ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য... আরো পড়ুন

    দিনে সংসার, রাতে পড়াশোনা :করেছি বিসিএস ক্যাডার জান্নাত!

    অদম্য মেধাবী জান্নাত। এক’দিকে সংসার, অন্যদিকে সর’কারি চাকরি। এতকিছু সামলেও পূরণ... আরো পড়ুন

    জিদ করে মোবাইল ব্যবহার করেননি,ম্যাজিস্ট্রেট হয়েই কিনলেন মোবাইল

    রেজোয়ান ইফতেকার। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন। তবে... আরো পড়ুন

    কীভাবে আপনি সহজে বিসিএস প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিবেন?

    যেভাবে বিসিএস প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিবেন? বিসিএস প্রিলি পাশ করার জন্য... আরো পড়ুন

    বিসিএস ক্যাডার হতে চাইলে যে বইগুলো পড়তেই হবে!

    বিসিএস ক্যাডার হওয়া একজন চাকুরি প্রার্থীর কাছে খুবই আরাধ্য বটে। কিন্তু... আরো পড়ুন

    সফল বিসিএসের ভাইভার অভিজ্ঞতা জানুন ।

    সফল ভাইভা অভিজ্ঞতা সালাম দিয়ে ভিতরে ঢুকলাম। স্যার বসতে বললেন। ধন্যবাদ... আরো পড়ুন

    সর্বাধিক পঠিত সর্বশেষ পাওয়া
  • ইনশাআল্লাহ এই ৫০টি বাগধারা থেকে ১মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক।
  • সমাসের শর্ট টেকনিকসহ গুরুত্বপূর্ণ প্রশ্ন । চাকরির প্রস্তুতি।
  • যেভাবে সাব-ইন্সপেক্টর বা SI হবেন।
  • অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
  • মুদ্রা মনে থাকবে আজীবন : চাকরীর পরীক্ষায় ১মার্ক আসে
  • SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন।
  • বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত কমনোপযোগী প্রশ্ন।
  • NTRCA ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য
  • Simple Complex এবং Compound Sentence
  • Narration এর নিয়ম সমূহ।
  • সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান
  • বাংলাদেশ সম্পর্কে মোট ১০০ টি সাধারন জ্ঞান
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩১ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়-২) পরীক্ষার তারিখঃ ৩০ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১০তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩০ মে ২০১৪ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়) পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২২ প্রশ্ন সংখ্যঃ ১০০
  • ফেসবুক পেজ

    Sadik Sir

    যোগাযোগ

    Sadik Sir

    ঠিকানা : ঢাকা ১২০০
    হটলাইন নাম্বার : ০১৯১০-৪৮৩৪১১, ০১৭১১-৬২০৬১৯
    ইমেইল করুন : umrsadik@gmail.com

    • ফেসবুক
    • ইউটিউব