আজ বুধবার ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
নিসুজ্জামান স্যারঃ আমি ১৮ বছর ধরে BCS Confidence এ পড়াই। তাছাড়া আমার নিজেরও BCS প্রস্তুতির জন্য ১টি প্রতিষ্ঠান রয়েছে। আমার জীবনে আমি ৫ লক্ষাধিক শিক্ষার্থীদের পড়িয়েছি। আলহামদুলিল্লাহ। তাঁদের প্রায় সবাই কোনো না কোনো ভাবে সফল হয়েছেন
তাছাড়া আমার অসংখ্য স্টুডেন্টদের মধ্য হতে হাজার হাজার প্রার্থী বাংলাদেশ ক্যাডার সার্ভিসে ( BCS-এ) প্রবেশ করেছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমার ছাত্র-ছাত্রীদের যে ভাবে Guidelines দইয়ে থাকি সেটাই আজকে তুলে ধরলাম। আপনার পছন্দ হলে Guideline-টি অনুসরণ করতে পারেন।
১. BCS ক্যাডার হওয়ার জন্যে কোচিং করা জরুরি নয়। কারণ কোচিং না করেও অসংখ্য শিক্ষার্থী বিসিএসে সফল হয়েছেন।
২. আজকেই আপনার মনের নোটবুকে লিখে নিন। – “আমি পারবো, আমাকে পারতেই হবে।”
৩. আজকেই একটি পড়ার রুটিন তৈরি করুন এবং সে অনুসারে লেখাপড়া শুরু করে দিন।
৪. আপনার রুটিন করে গুছিয়ে পড়ার Style দেখে অনেকেই আপনাকে হিংসা করতে পারে বা BCS-এর ব্যাপারে আপনাকে নিরুৎসাহিত করতে পরে অথবা ঠাট্টা করতে পারে। যার ফলে আপনার মন ভেঙ্গে যেতে পারে। এদের কথায় কান দেবেন না ও পেছনে তাকাবেন না। ওরা আপনার বন্ধু নয়; ওরাই আপনার শত্রু।
৫. BCS পরীক্ষার মৌলিক বিষয়গুলো হচ্ছে- বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, English Grammar, English Literature, গণিত, বাংলাদেশ বিষায়াবলি, আন্তর্জাতিক বিষয়ালি, Mental Ability , সাধারণ বিজ্ঞান, Computer & Technology, ভূগোল, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন।
এসব বিষয়গুলোর মধ্যে যেটাতে আপনি বেশি দুর্বল সেটাতে বেশি গুরুত্ব দিন এবং বেশি সময় দিন। সেটা অবশ্যই আপনার Study রুটিনে উল্লেখ করতে হবে।
৬. মনস্তাত্ত্বিক গবেষণায় দেখেছি নিজেকে জাহির করার চেয়ে যাদের ভেতরটা খুব Serious তারাই বেশি সফল হয়েছেন।
৭. বিসিএস পরীক্ষায় সফল হওয়ার জন্য লেখা পড়ায় রেগুলার হতে হবে।
৮. অদম্য ইচ্ছা শক্তি থাকা জরুরি। কখনোই হীনমন্যতায় ভোগা যাবে না। যেমন- ওমুক ঢাবির, ওমুক বুয়েটের, ওমুক ঢাকা মেডিকেলের, ওমুক English এ ভাল, ওমুক Math এ ভাল ইত্যাদি। আর আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এর ছাত্র, আমিমি ইংরেজিতে অথবা গণিতে দুর্বল ইত্যাদি। এসব কথা আজ থেকেই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ আপনি সব পারেন, শুধু আপনাকে নিয়মিত পড়ালেখা করে Develop করতে হবে।
৯. বই Selection এর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। বইয়ের ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলাম না; তারপরও একটু বলে রাখি, আমরা যখন BCS দিয়েছি তখন বিভিন্ন Publications এর বই সংগ্রহ করেছি। তারপর সবগুলো Guide থেকে নোট করে করে পড়েছি। আমরা একটা অভাববোধ করতাম সেটা হলো- এমন একটি Series যদি পেতাম যেখানে থেকে সবগুলো Subject এর পরিপূূর্ণ প্রস্তুতি নেয়া যেত।
যে সুযোগটা আমরা পাইনি কিন্তু এখনকআর শিক্ষার্থীরা পাচ্ছেন। সেটি হচ্ছে- দুর্মর সিরিজ। আমার প্রায় সব ছাত্র-ছাত্রীরাই দুর্মর সিরিজ পড়ছে এবং যেকোনো গাইডের চেয়ে ভাল ফল পাচ্ছে, আলহামদুলিল্লাহ। পরামর্শ থাকবে সর্বশেষ সংস্করণটি সংগ্রহ করবেন। যদি সেরা হয় তবেই সংগ্রহ করবেন। আমার কথা শুনতেই হবে এমনটি নয়।
১০. মা-বাবার কাছ থেকে দোয়া নিবেন। তাঁদেরকে খুশী রাখবেন। অন্যের ব্যাপারে পারলে Positive বলুন কিন্তু Negative বলা থেকে বিরত থাকুন। সবসময় মহান স্রষ্টার উপর ভরসা রাখতে হবে।
© মোঃ আনিসুজ্জামান, শিক্ষক (বিসিএস কনফিডেন্স)
বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, রেলওয়ে, CGA, NSI ও অন্যান্য চাকরির সাজেশন পেতে জয়েন করুন এই গ্রুপে
কম সময়ে কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, এ বিষয়ে কিছু পরামর্শ তুলে... আরো পড়ুন
দেখুন বিসিএস আর বাকি ৮-১০ টি পরীক্ষা থেকে একটু আলাদা। আপনি... আরো পড়ুন
এমন একটা সময় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েও এদেশের তরুণরা... আরো পড়ুন
র্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ‘বিসিএস’ এমন একটা শব্দ যার সাথে অনেক যুবকের... আরো পড়ুন
প্রফেসর ড. সানিয়াত সাত্তার। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর।... আরো পড়ুন
সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া বাংলাদেশের সবচেয়ে বেশি ছাত্র-ছাত্রীদের প্রথম পছন্দ ।... আরো পড়ুন